পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* २by’ লয়ল মজনু । যে প্রেমে শীতল করে সদ প্রাণ মন । সে প্রেম বিরহে মোরে করয়ে দাহন ৷ কেমনে দুর্নাম র কর রত্নময় । কহিতে এমন বাণী নাহি লজ্জ হয় । লিখেছিলে কি প্রকারে সেন্ধপ লিখন হৃদয় বিদীর্ণ হয় করিলে স্মরণ । আমারে কহিলে যাহা কহিবার নয় । অন্তরেতে পাইয়াছ দুঃখ অতিশয় । কান্তকরে ধরি ধনী এই ৰূপ কহে । শুনিয়ে লাজেতে মজনু হেঁট মুখে রহে। মন দুঃখে প্রেয়সীকে মধুর বচনে । কহিতে লাগিল। তবে রেদিন বদলে { দুঃখিত না হও প্রিয়ে কহি তব কাছে । তোম। ৱিন এজগতে আর কেধ আছে । তব দুঃখে দুঃখী আমি দেখন চাহিয়ে। ধরেছি যোগির বেশ তোমার লাগিয়ে ॥ দুতীর বদনে প্রাণ শুনিমু যে ৰূপ । এই হেতু লিখিলাম পত্র সেই ৰূপ ৷ ত্বরায় জানিতে অামি তব বিবরণ । লিথিয়াছিলাম সেই লিপি প্রাণধন। মাতুর পরাণ হলে প্রবোধ ন মানে ।