পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । > 3 సె ন" ; বিপদ হবে, কারাগারে বন্ধ রবে, কিস্ব প্রাণ নষ্ট হবে, কহিলাম সার হে । পাইব রসাতল, দেখিবে আমার বল, হাতত হাতে পাবে ফল, না পাবে নিস্তার হে ! শুন ওহে সাধুবর, তুমি নানা গুণধর, তব সম সাধু নর, নাহি হেরি ভুবনে । তব কন্যা মহাসী কল্পে গুণে ধন্য মতি, অতিশয় গুণবতী, শুনিয়াছি শ্রবণে । যদিহে মজ সুর সনে, বিভ। তাঁর এইক্ষণে, দেহ হে প্রফুল মনে, তবে হবে ভাল হে । যদি এ বচন মোর, নাহি শুন করি জোর, করিব সমর ঘুের, ঘটিবে জঞ্জল হে ॥ শাস্তু তুমি ছরেখারে, যাইবে সপরিবারে, ঠিাৰ শমনাগারে, কহিনু নিশ্চয় হে। ধন্য তুমি মানে ধনে, কহিতেছি সে কারণে, করহ বিচারি মনে, যাতে ভাল হয় হে ॥ এই রূপ রাজাদেশে, মন্ত্রিবর মহাবেশে, লিখিলেন পত্র শেষে, হরষিত হইয়ে । দুতেরে ডাকিয়ে রায়, লেখন দিলেন তায়, পত্র লয়ে দূত যায়, রাজাদেশ পাইয়ে । দুত অতি হরষিত, হয়ে তথা উপনীত,