পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 8 e লয়লা মজল ৷ দিল পত্র ত্বরানৃিত, সদাগর করেতে। সাধু অতি সমাদরে, লেখনু লইয়ে করে, পঠন করিয়ে পরে, কহে স্বীপ স্বরেতে । লিখেছেন নৃপবর, শুন দৃত তদুত্তর, করে তীরে হুগোচর, বাচনিক কথনে । মম নমস্কার অাগে, জানাইবে মহাভাগে, কবে পরে অনুরাগে, সহশের সদনে । মম কন্য। ধন্য। অতি, আলো করে বসুমতী, কয়েস বাতুল মতি, তারে দিব কেমনে । কত শত রাজস্থত, অতি ৰূপ গুণ যুত, অসে যায় অবিরত, সদা মোর ভবনে । শুন দুত সরোদ্ধর এই অনুরোধ তার, প্রাণান্তে:ত আমি আর. নাহি পারি রাখতে ! থাকিতে আমার প্রাণ, ত্যজি ভূপ ভাগ বন, পাগলেরে কন্যা দান, পারিব না করিতে ! সাধুর শুনিয়ে কথা, দূত পেয়ে মৰ্ম্মে ব্যথ}, গিয়া নরবর যথা, সব কথা কহিল । শুনে তাহ হুপবরং ক্রোধে কাপে থর থর, যুগল নয়নবর, রক্ত বর্ণ হইল । কহে সৈন্যগণে সবে, সমরেতে যেতে হবে, বিলম্ব নাহিক সবে, চল দ্রুত গমনে ।