পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুনু । পঞ্চস্বরে বর্ণে পঞ্চশরে ॥ বৃক্ষোপরি সারি সারি, রস ভরে শুক শারী, রাগে নানা রাগে গান করে । এই বুঝি হয় জ্ঞান, কামের বিরাম স্থান, নৈলে কেন সঙ্গ, ঋতুরাজ । হইয়ে মালির মত, পুষ্প ব্যুন অবিরত,• স্বগণেতে করয়ে বিরাজ ॥ " বুঝি লয়ে ফুল ভার, কামে দেয় উপহাৰু, সেই ফুলে হয় ফুল বাণ । করে ফুলময় ধনু, দহে বিরহির তত্ব, আকুল কয়ে তুহে প্ৰাণ । মলয় পৰ্ব্বত হতে, গন্ধবহ গন্তু লতে, - এসে ছিল এ রম্য উদ্যানে । পাইয়ে সৌরভস্পর্শ, মরমে পরম হর্ষ, মুগ্ধ হয়ে রহিল সেখানে ॥ মরি কিবা সরোবর, অতিশয় মনোহর, সুধার অধিীর অভিপ্রায় । ধীর নল দ্রর স্বায়, প্রভাকর কর তীয়, মিলে যেন ৰিজলী খেলায় ॥ শ্বেত নীল রক্ত পীত, প্রস্তরেতে সুনিৰ্ম্মিত, কিবা চারু ঘাট চারি পাশে ।