পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । نیا < হরিন্দ্র। মাটিতে রহে হেরিয়ে স্থবৰ্ণ । শোকে সদা দেহ দহ করেন স্থবৰ্ণ । মুখ সচ্ছ মুকুরে দেখিতে ইচ্ছ। যার । দেখুক আসিয়ে কর পদ নয়ে তুরি । বেশ ভূষা করে যদি সেই ৰূপবতী । ৰূপে তার কাছে রতি হবে এক রতি ।

লয়লা ও মজ স্ট্রর বল্যাবস্থার প্রণয় । মরি কিবা পুর্বরাগের রস । শৈশবেই হলে প্রেমের বশ । পঞ্চম বর্ষের হইল বালা । এখনি জানিল প্রেমেয়" জ্বাল । কার সাধ্য ' তারে ঘরে;ত রাখে ; সদাই রাজার ভবনে থাকে । মজুত্বর প্রেমে মজার মন । প্রহরী করিয়ে দুটি নয়ন । মজুন, তাহারে হৃদয়ে লয়ে । বেড়ায় প্রেমেতে বিভোর হয়ে It হেরিয়ে তাহার বদনইন্দু। উথলিল তার প্রেমের সিন্ধু । তিলেক বিরহ প্রাণে ন সহে ।