পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rー जव्रज भख्नू । সৰ্ব্বদা বিভোর চিত্ত প্রেমতত্ত্বজ্ঞানে । প্রিয়াপ্রেমতৰূপার করি আরোহণ । সদাই অসিক্তি ফল করেন ভোজন । Nossssss লয়লা মজনুর প্রণয় প্রকাশ । এই ৰূপে ক্রমে বৎসরেক গত হয় । ধুৰ্ম্মে দিলে ঢাকে ক্লাটি ঢাকা কি তা রয় { শিশুগণ পরস্পর কাণাকণি করে । মজনু মজেছে বুঝি লায়লার উপরে । অহরহ মুখে মুখে রহে দুই জন । তিলেক বিচ্ছেদ হলে বিরুদ বদন । হাব স্থাসে রসোল্লাসে প্রেমের প্রসঙ্গে । নিরন্তর রঙ্গ করে রসের তরঙ্গে ॥ ক্ষণে হাসে ক্ষণে কঁদে নেত্রনীরে ভাসে । ক্ষণে করে ধরে দোহে ক্ষণে প্রিয়ভাষে । শিশুর বদনে ক্রমে হইল প্রচার। লয়লা মজনুর প্রেম অতি চমৎকার । ঘরে ঘরে পথে ঘাটে জানিল সকলে । মজেছে লয়লা মজনু প্রেমসিন্ধুজলে । পাঠশালে পাঠ পড়া সকলি সে ঠাট । ওই ছলে পড়ে দোহে পিরীতের পাঠ ॥