পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুনু । এতেক শুনিয়ে সাধু সম্মত হইল। রাজ স্থতে জানিবারে আদেশ করিল । ভূপতি কহিল তবে পাত্র মিত্র বরে । স্বরায় আনহ পুত্রে সভার ভিতরে । স্থপতির আজ্ঞা মাত্রে মন্ত্রী এক জন । , আরবনগরে তবে করিল গমন । , রাজুপুত্র নিকটেতে কৃহে বিবরিয়ে । তব সনে সাধু কন্যা দিব মিলাইয়ে । শুনি স্থখী হয়ে মজহ বাস ভুযা পরে। মণিময় আভরণ পরে তার পরে । ৰূপের পয়োধি বেশে দ্বিগুণ বাড়িল । পুর্ণিমার চাদ যেন ভূতলে পড়িল । সৈন্যগণ সমভ্যারে আরোহিয়ে করী। সাধুর সদনে গেল অতি স্বরা করি । সদাগর নিকটেতে প্রণাম করিল। হেরিয়ে সে ৰূপ সাধু আলিঙ্গন দিল । সভাস্থ সমস্ত লোক কহে পরস্পর । হেরি নাই হেন ৰূপ অবনী ভিতর। সাধু বলে বুঝিলাম মহে জ্ঞানহীন । প্রেমেতে আসক্ত হয়ে হইয়াছে হীন । বিবাহ কারণ যত সভাসদ গণ ।