পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*》3 লয়ল মজুজু । ব্যাপিল রাজত্বময় শোক । হেরিয়ে রাজ্যের গতি, মন্ত্রী মনে দুঃখী অতি, রাজার নিকটে আসি কয় । তুমি রৈলে এক মনে, চলিবে রাজ্য কেমনে, গেল রাজ্য ওহে মহাশয় । শুনি কন নরেশ্বর, কি কবহে মুস্ত্রিবর, , প্রাণ কঁদে পুত্রের লাগিয়ে। এ দুঃখ সাগর পারে, লয়ে যেতে যেব পারে, তুমি তারে আমি সব দিয়ে। হারাইরে সে কুমার, সব দেখি শুন্যাকার, রাজ্যে অীর নাহি প্রয়োজন । সৰে মাত্র সেই ধন, পাই কিসে সে রতন, কর সবে তাহার চিন্তন ॥ রাতে ত্যজি এ কুমতি, গৃহধৰ্ম্মে করে মতি, কুবুদ্ধি ছাড়িয়ে অাসে গেহ। তুমি প্রিয় মন্ত্রিবর, মম এই বাক্য ধর, এমন উপায় করি দেহ ॥ হেন কালে কোথা হতে, যুব এক অচেম্বিতে, নিবে দিল ভুপতি সন্ম-খে । গ্রামের নিকটতর, অাছে এক মুনিবর,__ শুনিয়াছি আমি লোক মুখে ॥