পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু। 속 3 পূর্ণ হল মম অাশা তব করু:ায় ॥ স্বীকার করিনু অামি শুন,নরপতি । বিভ। দিব কন্য। তব পুত্রের সংহতি ॥ লয়লার বিবাহের উদ্যোগ । রাজার বচন সাধু করিয়ে শ্রবণ”। কন্যা সম্প্রদানে তবে করে আয়োজন । আত্মীয় গণেরে সাধু সমীচীর দিল । শুনিয়ে সে কথা সবে হরিষ হইল ॥ নগরেতে এই ধ্রুব হইল ঘোষণ । প্রমাদে প্রমদগণ হইল মগন । অহাজন যত স' বাসে উপনীত । সহাস্য বদনে সবে পুলকে পূর্ণিত । তুষ্ট হয়ে কুলাচাৰ্য্য বিবাহ কারণ। অতি শুভক্ষণ এক করে নিৰূপণ । প্রফুল্ল হইয়ে সাধু দাসগণ প্রতি । অতি অসুরাগে সধে করে অনুমতি | যে যে দ্রব্য বিবাহৈতে হয় প্রয়োজন । স্বরায় করহ তাহ সব আয়োজন । বিবাহের দিন যবে নিৰূপণ ছিল । কাল সম সেই কাল নিকট হইল ।