পাতা:লালন-গীতিকা.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬২
লালন-গীতিকা

৮৯

পাখি কখন যেন উড়ে যায়।
বদ হাওয়া লেগে খাঁচায়॥
খাঁচার আড়া প’লো ধসে
পাখি আর দাঁড়াবে কিসে
এ ভাবনা ভাবছি বসে
চমক-জ্বরা বইছে গায়॥
কার বা খাঁচা, কে বা পাখি
ভেবে অন্ত নাহি দেখি
আমার এই আঙ্গিনায় থাকি
আমারে মজাইতে চায়॥
আগে যদি যেত জানা
জঙ্গলা কভু পোষ মানে না
তবে উহার প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়॥

৯০

আছে দীন দুনিয়ার অচিন মানুষ একজনা।
কাজের বেলায় পরশমণি আর সময় কেউ চেনে না॥
নবী আলী এই দুজনে
কলমা-দাতা দল আরফিনে
বে-কালমায় যে অচিন জনে
পীরের পীর হয় চেন না[১]
যেদিন সাঁই নরেকারে
ভাসলেন একা একেশ্বরে

  1. জান না