পাতা:লালন-গীতিকা.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిశి লালন-গীতিকা ভাবের নাড়া ভাব দিয়ে বেড়ায়, সে যা ভাবে সেই হয়ে দাড়ায়, রসিক যারা বসে তারা পেড়োর খবর পিড়েয় পায় ॥ শতদল সহস্রদলের দল, নাড়া ঠাকুর নাড়ছে সদাই ফল, লালন বলে, জানি কবে ফল ফেলিয়ে নাড়া যায় ॥ > ○○ না জানি কেমন রূপ সে । নামের সৌরভে যার ত্রিভুবন মোহিত করেছে। দেখতে মনে হয় বাসনা পাইনে তার উপাসনা কোথায় বাড়ী কোথায় ঠিকানা, খুজিয়ে পাব কোন দেশে ॥ আকার কি সাকার ভাবিব, নিরাকার কি জ্যোতিরূপ, এ কথা কারে শুধাব, স্বষ্টি করলেন কোথায় বসে ॥ উপদেশে গোল যদি রয় কি ভাবিয়ে কি করে যায় গোলে হরি বললে কি হয় লালন ভেবে পায় না দিশে ॥