পাতা:লালন-গীতিকা.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৭

পথেরো পরিচয় ক'রে
যাও না মনের সন্ধ মেরে
লাভ-লোকসান বুদ্ধির দ্বারে
যায় গো জানা॥
উজান ভেটেন পথ দুটি
দেখো নয়ন ক'রে খাঁটি
দেও যদি মন-গড়া ভাঁটি
কূল পাবা না॥
অনুরাগ তরণী করো
ধার চিনে উজানে ধরো
লালন কয়, সে করতে পারো
মূল ঠিকানা॥

৩৯

শুদ্ধ প্রেম রসের রসিক যে রে সাঁই।
পড়িলে শুনিলে কিরে তারে পাই॥
[রোজা পূজা করিলে আপনি
সুখের কার্য্য কি হবে তেমনি
মনে ভাব তাই॥][১]

ধ্যানী জ্ঞানী মুনিজনা
প্রেমের খাতায় সই পড়ে না,

  1. রবীন্দ্র-সদনে রক্ষিত খাতায় পাঠ—

    রোজা পূজা করিলে সবে
    আপ্ত সুখের কার্য হবে
    সাঁইর করণ কি সই পড়িবে
    ভাবো তাই