পাতা:লালন-গীতিকা.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮
লালন-গীতিকা

প্রেম-পিরিতির উপাসনা,
কোন বেদে নাই॥
প্রেমে পাপ কি পুণ্য হয় রে,
চিত্রগুপ্ত লিখতে নারে,
সিরাজ সাঁই কয়, লালন তোরে
তাই জানাই॥

৪০

পাবে সামান্যে কে তারে দেখা।
(ও) যার বেদে নাই রূপরেখা॥
নিরাকার ব্রহ্ম হয় সে
সদায় থাকে অচিন দেশে,
দোসর নাইক তারো পাশে,
(ও) সে ফেরে একা একা॥
সবে বলে পরম ইষ্টি
কার না হইল দৃষ্টি
ছুরাতে[১] করিল সৃষ্টি
তাই লয়ে লেখা-জোখা॥
নিশ্চিত[২] ধ্যানে পায় মহাদেবে[২]
সে তুলনা কি আর হবে,
লালন বলে, গুরু ভাবো
তবে যাবে সকল ধোঁকা॥

৪১

ক্ষ্যাপা তুই না জেনে তোর আপন খবর যাবি কোথায়
আপন ঘর না বুঝে বাইরে খুঁজে পড়বি বাঁধায়॥

  1. বরাতে
  2. ২.০ ২.১ কিঞ্চিৎ ধ্যানে মহাদেব