পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (অষ্টম সম্ভার).djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণ্ডিত মশাই এ ধরণের ভালবাসা ভগবানের আশীৰ্ব্বাদ ব্যতীত দেওয়াও যায় না, পাওয়াও शृङ् िन1 ।। ব্ৰজেশ্বরী যাইবার জন্য উষ্ঠত হইয়া গোবৰ্দ্ধনের মুখের পানে তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল, গোবৰ্দ্ধন দাদা, ভারী লজ্জার কথা ভাই, মুখ ফুটে বলতে পারলুম না, কিন্তু আমি দেখেটি। দাদার মত আসতে পার ত এসো, না হলে তোমার অদৃষ্ট দুঃখ আছে--সে দুঃখ মাও ঠেকাতে পারবে না, তা বলে দিচ্চি। বলিয়া নিজের ঘরে চলিয়া গেল । মা কহিলেন, কি হয়েচে রে গোবৰ্দ্ধন ? গোবৰ্দ্ধন মুখ রাঙ্গা করিয়া বলিল, তোমার দিব্যি মাসী, আমি জানিনে—কোন শালা ঝোপের ভিতরে- মাইরি বলচি-একটা দাতন ভাঙতে-জিজ্ঞেস করবে চল ময়রাদের দোকানে—অস্থিক ও আমার সঙ্গে ও-পাড়ায়, ভজিয়ে দিচ্চি—ইত্যাদি বলিতে বলিতে গোবৰ্দ্ধন সরিয়া পড়িল । ব্ৰজেশ্বরী কাপড় ছাড়িয়া কুসুমের ঘরে গিয়া দেখিল, তখনও সে ভিজা কাপড়ে স্তৰ হইয়া জানালা ধরিয়া দাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া অাছে। পদশকে মুখ ফিরাইয়া রুদ্ধকণ্ঠে বলিয়া উঠিল, কেন বে, আমার কথায় তুমি কথা কইতে গেলে ? আমাকে কি তুমি এখানেও টিকতে দেবে না ? আগে কাপড় ছাড়, তারপর বলচি, বলিয়া সে জোর করিয়া তাহার আর্দ্র বস্ত্র পরিবর্তন করিয়া দিয়া কহিল, অস্তায় আমি কোনমতেই সইতে পারিনে ঠাকুরবি, তা তোমার জন্যই হোক, আর আমার জন্যই হোক। ও হতভাগাকে আমি বাড়ি ঢুকতে দেব না-ওর মতলব আমি টের পেয়েচি । জননীর কথাটা সে লজ্জায় উচ্চারণ করিতে পারিল না । কুমুম কাজ কঁাদ হইয়া বলিল, মতলব যার যাই থাক বৌদি, তোমার দুটি পায়ে পড়ি, আমার কথা নিত্বে কথা কয়ে আর আমাকে বিপদে ফেলো না । কিন্তু আমি বেঁচে থাকতে বিপদ হবে কেন ? কুষম প্রবলবেগে মাথা নাড়িয়া কহিল, হবেই। চোখে দেখচি হবে, কপালে সজোরে আঘাত করিয়া কহিল, এই হতভাগা কপালকে যেখানে নিয়ে যাব, সেইথানেই বিপদ সঙ্গে সঙ্গে যাবে। বোধ করি, স্বয়ং ভগবান আমাকে রক্ষা করতে পারেন না ! বলিয়া কাদিতে লাগিল । ব্ৰজেশ্বরী স্বপ্নেহে তাহার চোখ মুছাইয়া দিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল,—বোধ করি নিতান্ত মিথ্যে বলনি। রাগ করো না ভাই, কিন্তু শুধু কপালের দোষ দিলে হবে কেন ? তোমার নিজের দোষও কম নয় ঠাকুরবি ! কুহুম তাহার মুখের পানে চাহিয়া জিজ্ঞাসা করিল, আমার নিজের দোষ কি ? আমার ছেলেবেলার ঘটনা শুনেচ ত ? २०> bリーa"