পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रेिजझैौन কোন বাৰু? আমাদের বিপিন । ই বাবু তিনিই—ই ই-ওখানেই বলবেন না, চান করতে হবে! রাজ্যের লোক যে ওখানে— সতীশ সে কথা কানেও তুলিল না। ওধায়ের দেওয়ালে পিঠ দিয়া সোজা হইয়া বসিয়া শুষ্ক ভাঙ্গা-গলায় জিজ্ঞাসা করিল, তবে তার মাসী কেন মনে করলে সে আমার কাছে আছে ? বেহারী কহিল, সাবিত্ৰী যেদিন বিপিনবাবুকে অপমান করে বিদেয় করে দেয় সেদিন স্পষ্ট করে বলে, সে সতীশবাবু ছাড়া আর কারো কাছে যাবে না-বাড়ির লোক আড়ালে দাড়িয়ে তাদের ঝগড়া শুনেছিল । 禽 সতীশ উঠিয়া দাড়াইল । জোর করিয়া নিজেকে কতকটা প্রকৃতিস্থ করিয়া প্রশ্ন করিল, তবে তুই কেমন করে জানলি সে বিপিনবাবুর কাছেই গেছে ? বেহারী মৌন হইয়া রহিল । সতীশ বলিল, বল । বেহারী আর একবার ইতস্ততঃ করিল, সাবিত্রীর কাছে সেই যে বলিবে না বলিয়া অহঙ্কার করিয়া আসিয়াছিল, তাহা মনে করিল। শেষ অার একবার টোক গিলিয়া কহিল, নিজের চোখে দেখে গেছি । সতীশ চুপ করিয়া শুনিতে লাগিল। : বেহারী বলিল, আমরা যেদিন বাসা বদল করি, তার পরদিন ছুপুরবেলায় আমি আলি। তখন বিপিনবাবু সাবিত্রীর বিছানায় ঘুম্চ্ছিলেন। সতীশ ভয়ানক ধমক দিয়া উঠিল, মিথ্যে কথা ! বেহারী চমকাইয়া উঠিয়া বলিল, না বাৰু, সত্যি কথাই বলচি । সতীশ তাহার মুখের দিকে তীব্র দৃষ্টি করিয়া মুহূর্বকাল চুপ করিয়া থাকিয়৷ প্রশ্ন করিল, সাবিত্ৰী নিজে কোথায় ছিল ? সাবিত্রী সেই ঘরেই ছিল । বাইরে এসে আমাকে মাদুর পেতে বসালে । জিজ্ঞাসা করতে লাগল, বাবুর রাগ করেচেন কি না, আমরা বাসা বদলালুম কেন, এই সব । ভার পরে ? আমি রেগে চলে এলুম। সেইদিন থেকেই সে বাবুর সঙ্গে চলে গেছে। এতদিন বলিস নি কেন ? বেহারী চুপ করিয়া বৃছিল। সতীশ জিজ্ঞাসা করিল, তুই নিজের চোখে দেখেচিল, না শুনেচিল ? 》●●