পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिजशैम ঠিক এই সময়ে কিরণময়ী তাছার ঘরের ভিতর হইতে বাছির হুইল । অবস্থায় BBBBB BBBBB BBBS BBBBS BBBBB BBBB B DD DD DBBH BDDD হইয়া উঠিতে পারে তাহ দেখিলে অবাক হইতে হয়। জাজ তাহার প্রতি চাহিয়া হঠাৎ কে বলবে এ সেই সৌন্দর্ঘ্যের প্রতিমা কিরণময়ী । ছ'মাস পূৰ্ব্বে সেই যে একদিন সে সমাজকে ধৰ্ম্মকে ব্যঙ্গ করিয়া মাগুৰুত্বকে পদদলিত করিয়া এক অবোধ অপরিণামদর্শী যুবককে রূপ ও ভালবাসার মোহে প্রতারিত করিয়া তাহার সর্বপ্রকার সার্থকতা হইতে বিচ্যুত করিয়া আনিয়াছিল, আজ সেই প্রতারণার ফাসিই কিন্ত্রণময়ীর নিজের গলায় ভাটিয়া বসিয়াছে । পাপের সহিত নিফল ক্রীড়া করিতে গিয়া সেই দিবাকরের বুকের ভিতর হইতে আজ BBBB B BBB B BB BBBS BBBBS BBBB BBB BDDDD BBB DDBB লড়াই করিয়া কিযুণময়ী অাজ ক্ষত-বিক্ষত । তাহার মাথার চুলগুলা রুক্ষ, বিপৰ্য্যস্ত, বস্ত্র মলিন ও জীর্ণ, মুখের উপর কি একপ্রকারের শুষ্ক ক্ষুধা যেন হতাশ্বাসের শেষ সীমায় পৌঁছিয়াছে, দেহের সর্বাঙ্গ ঘেরিয়া কদৰ্ঘ্য ঐহীনতায় দৃষ্টি পীড়িত হয়--সেই মূর্তিমতী অলক্ষ্মীর মত সে ধীরে ধীরে জাগিয়া বারান্দায় একটা খুটি ঠেস দিয়া উভয়ের দিকে চাহিয়া চুপ করিয়া দাড়াইল । তাহাকে দেখিবামাত্র ক্ষুধাৰ্ত্ত দিবাকর গর্জন করিয়া উঠিল। নিলঙ্গতার অন্ত নাই! সেই মুখচোরা দিবাকর যে আজ একবাড়ি লোকের সামনে এই ভাষা হাকিয়া উচ্চারণ করিতে পারে, তাহা প্রত্যয় করা সহজ নয়। কিন্তু বাস্তবিকই সে চীৎকার করিয়া কহিল, কি গো বৌঠান, তাই নাকি ? এখন মারোয়াড়ী, মুসলমান, মগ, মাস্লাজী—এদের দরকার না-কি ? ও—তাই দিনরাত ঝগড়া ? ভাই আমি হয়েচি কুচক্ষের বিব ! কিরণময়ী প্রথমটা যেন কিছু বুঝিতে পারিল না এমনিভাবে শুধু চাহিয়া রহিল। কিন্তু তাহার জবাব দিল বাড়িয়ালী । সে এক-পা আগাইয়া জাসিয়া হাত নাড়িয়া চোখ-মুখ ঘূরাইয়া বলিল, কেন চাইবে না শুনি ? আমরাও আর গেরস্তর মাঠাকরুশ নই গো, যে একজনকেই কামড়ে পড়ে থাকতে হবে। আমরা হলুষ মুখের পায়রাবেবুষ্ঠে ! যেখানে যার কাছে স্থখ পাব, সোনা-দানা পাব, তার কাছেই স্বাৰ। এতে লঙ্গাই বা কি, আর ঢাকা-চাকিই বা কিসের জন্তে ! দিবাকর ক্রোধে প্রজ্জ্বলিত হইয়া তাহাকে ধমক দিয়া উঠিল, তুই-খাম্ মাগী ! স্বাকে জিজ্ঞাসা করচি সে বলুক। এবার বাড়িয়ালীও বারুদের মত জলিয়া উঠিল, মারমুখী হইয়া কছিল, কি ! জামায় বাড়িতে দাড়িয়ে আমাকে মাগী ? বেরে বলচি জামায় বাড়ি থেকে । Wool $--(తి