পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र६-जांश्छि7-जरं★♚ह তার যোগেও জানিইয়াছিলেন। সবিতার নিকট সে সংবাদ শুনিয়া তারক তাহাকে অভ্যর্থনা করিবার জঙ্ক সকালে উঠিয়াই জাহাজ-ঘাটে উপস্থিত হইয়াছিল। গিয়া দেখিল, বিমলবাবুর ছোট ও বড় দুইখানি মোটরগাড়ি লইয়া তাহার ম্যানেজার সরকার ও ভারবানেরা উপস্থিত রহিয়াছে। বিমলবাবু তাহাকে দেখিতে পাইয়া নিজের গাড়ির মধ্যে ডাকিয়া লইলেন । মোটরে বিমলবাবু তারককে সৰ্ব্বপ্রথম প্রশ্ন করিলেন, রাজু ভাল আছে তো তারক ? বিস্মিত হইয়া তারক জবাব দিল, কেন, তার কি হয়েচে ? না এমনি জিজ্ঞাসা করচি। আমি তাকে লিখেছিলাম কিনা যদি তার অসুবিধা না হয়, যেন জেটীতে আমার সঙ্গে এসে দেখা করে । তারকের মুখের দীপ্তি মুহূৰ্ত্তে নিভিয়া গেল। শুষ্ক-কণ্ঠে প্রশ্ন করিল, কোনও জরুরি প্রয়োজন ছিল বোধ হয় ? ই্যা । আসেনি দেখে মনে হচ্চে হয়তো বা অসুস্থ হয়ে পড়েচে, কিংবা কলিকাতার বাইরে গেছে। আমার চিঠি পায়নি। তারক বলিল, না. পরশু সন্ধ্যাতেও তাকে আমাদের বাসায় দেখেচি । বিমলবাবু বলিলেন, তা হলে সম্ভবতঃ কোনও কাজে আটকে পড়ে আসতে পারেনি। ড্রাইভারকে বলিলেন, শিউচরণ, পটলডাঙায় চলে । তারক বলিল, একটু আগে আমাকে নামিয়ে দেবেন বিমলবাবু, আমার আজ একটা জরুরী কনসালটেশন আছে এ-পাড়ায়। তোমার প্র্যাক্টস তা হলে বেশ জমে উঠেছে বলে ? তা আপনার আশীৰ্ব্বাদে নেহাৎ মন্দ নয়। প্রায় রোজই এনগেজড আছি। বেশ, বেশ, তুমি জীবনে উন্নতি করতে পারবে । তারক বিনম্ৰহাস্তে বিমলবাবুর পা ছুইয়া প্রণাম করিয়া গাড়ি হইতে নামিয়া গেল। পটলডাঙায় আসিয়া দেখা গেল, রাখালের বাস ডবল তালায় রুদ্ধ। সংবাদ পাইবারও কোনও উপায় সেখানে নাই । বিমলবাবু সেখান হইতে ফিরিয়া সবিতার বাসায় আসিয়া নামিলেন। র্তাহার কণ্ঠের সাড়া পাইয়া সারদা তাড়াতাড়ি বাহিরে আসিয়া হাসিমুখে প্ৰণাম করিল। বিমলবাবুর পানে তাকাইয়া বলিল, আপনি ভারি রোগ হয়ে গেছেন। কালোও হয়েচেন খুব । সে-দেশের জল-হাওয়া বুঝি ভাল নয় ? বিমলবাবু সহাস্তে জবাব দিলেন, দুনিয়ার মায়েদের নজর চিরকাল ধরে এই একই কথা বলে আসচে। ছেলে কিছুদিন ঘরের বাইরে ঘুরে ঘরে ফিরলে, মায়েরা তার अन्न-यक्षक निशैक१ क८द्र गोप्य योथाइ श्ाउ बूलिप्इ क्णावनहे, आश्। दाइ, आशाव्र २२२.