পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रवंद्भ९-नांश्डि7-अर¢इंह বিকশিত হইয়া উঠিতেছে আজ এমন একটি সুচারু-নুন্দর অথচ সন্ত্রমসূচক অভিব্যক্তি যাহাতে স্নেহ ও শ্রদ্ধা বিশ্বাস ও নির্ভরতার সম্মিলিত ব্যঞ্জন অত্যন্ত সুস্পষ্ট । নারীর এ মূৰ্ত্তি সংসারে একান্তই দুর্লভদর্শন। বিমলবাবুর বিচিত্র জীবনে এমনটি তিনি জার কোথাও দেখেন নাই । সবিতার মহিমময়ী মূৰ্ত্তির পানে চাহিয়া আজ সর্বপ্রথম বিমলবাবুর মনে হইল তিনি এ-জগতে যে স্তরের মানুষ, সবিতা তাহার অনেক উৰ্দ্ধলোকের অধিবাসিনী । মানবজীবনের যে অস্তরতম অনুভূতি, চরম দুৰ্য্যোগের মধ্যে প্রত্যক্ষ উপলব্ধি যে জ্ঞান ও অভিজ্ঞতা, দুঃখের দুর্গম পথে বিক্ষত পদযাত্রীর যে ভূয়োদর্শন আজ তাহার অন্তর-বাহির বিরিয়া এমন একটি মহিমাকে রূপায়িত করিয়া তুলিয়াছে যাহাকে শুধু যথেষ্ট ব্যবধান হইতে মাথা নত করিয়া প্রশাম করাই চলে, পাশে দাড়ানো চলে না । বিমলবাবুর এই অভিভূত ভাব লক্ষ্য করিয়া সবিতা মনে মনে কুষ্ঠিত হইলেও সহজ-মুখেই সম্ভাষণ করিলেন, কতক্ষণ দাড়িয়ে থাকবে, ব’সো ! বিমলবাবু নিঃশব্দে নির্দিষ্ট চেয়ারে বসিয়া পড়িলেন বটে, কিন্তু তখনও সবিতার পানে অপলক-নয়নে তাকাইয়া রহিলেন। তাহার সে চাহনিতে আজ আর বিমুখের বিহাল আকুলতা নাই, আছে অমুরাগীর সশ্রদ্ধ বিস্ময় । এ যেন বাঞ্ছিত দেবমূৰ্ত্তির প্রতি ভক্তের বদনা-সুন্দর সম্প্রদর্শন । সবিতা সঙ্কুচিত হইয়া বলিলেন, একদৃষ্টে চেয়ে দেখচো কি ? তোমাকেই দেখচি । আমাকে কখন দেখোনি । অাজকের তোমাকে সত্যিই কখনও দেখিনি ! যাকে দেখচি সে এ-তুমি Ré I সে কোন আমি দয়াময় ? সে জন্য ভূমি। দুঃখের পীড়নে বিচলিত, অতীত বৰ্ত্তমান ভবিষ্যং ভাবনায় কাতর ভূমি। আত্মচিন্তায় আত্মহারা অসহায় তুমি। আর আজকের আমি ? এ তুমি আর এক নতুন মানুষ । আজই প্রথম দেখা পেলাম। এর সাথে সত্যিই আমার পরিচয় ঘটেনি এতদিন । সিঙ্গাপুরে লেখা তোমার চিঠিগুলির মধ্যে এর চরণধ্বনি শুনতে পেয়েচি বটে ; আজ এসে দেখলাম অনন্থপূর্ব আবির্ভাব । সবিত হাসিলেন। সে হাসি উদার। গোধূলির রক্তিম আলোকে স্বাগত রাশিৱ পূৰী স্বত্ব ৰেম্বন মাৰে চিৰকে ক্ষণকের জন্ধৰ অকারণ উরাল কৰিব। दे रेचे)