পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শয়ং-সাহিত্য-সংগ্ৰছ লিৰ হইবে। বেলা থাকিতে বাহির হইতে না পারিলে যে পেগুতে রাজের মত আশ্রয় মিলিবে না। মা-শোয়ে গলা বাড়াইয়া দেখিল, পথের উপর বাক্ষ বিছানা প্রভৃতি বোঝাই দেওয়া গে-বান দাড়াইয়া। ভয়ে চক্ষের নিমেষে তাহার সমস্ত মুখ বিবর্ণ হইয়া উঠিল, ব্যাকুল হইয়া একেবারে সহস্র প্রশ্ন করিতে লাগিল, পেগুতে কে যাইবে ? গাড়ি কাহার ? কোথায় এত টাকা পাইলে ? চুপ করিয়া আছ কেন ? তোমার চোখ অত শুকনে কিসের জন্ত ? কাল কি জানিব ? অাজ বলিতে তোমার— বলিতে বলিতেই সে আত্মবিশ্বত হইয়া কাছে আসিয়া তাহার হাত ধরিল—এবং নিমেষে হাত ছাড়িয়া দিয়া তাহার ললাট স্পর্শ করিয়া চমকিয়া উঠিল—উ—এ ষে জয়, তাই ত বলি, মুখ অত ফ্যাকাসে কেন ? ব-খিন আপনাকে মুক্ত করিয়া লইয়া শাস্ত মুম্বকণ্ঠে কহিল, বলে। বলিয়া সে নিজেই বসিয়া পড়িয়া কহিল, আমি মান্দালে যাত্রা করিয়াছি। আজ তুমি আমার একটা শেষ অনুরোধ শুনিবে ? মা-শোয়ে ঘাড় নাড়িয়া জানাইল, সে শুনিবে। বা-থিন একটু স্থির থাকিয়া কহিল, আমার শেষ অনুরোধ, সৎ দেখিয়া কাহাকেও শ্ৰীৰ বিবাহ করিও। এমন অবিবাহিত অবস্থায় আর বেশিদিন থাকিও না। আর ७कफैों कथंi এই বলিয়া সে আবার কিছুক্ষণ মৌন থাকিয়া এবার আরও মৃদুকণ্ঠে বলিতে লাগিল, আর একটা জিনিস তোমাকে চিরকাল মনে রাখিতে বলি। এই কথাট কখনও ভুলিবে না যে, লজ্জার মত অভিমানও স্ত্রীলোকের ভূষণ বটে, কিন্তু বাড়াবাড়ি করিলে— মা-শোয়ে অধীর ; মাঝখানেই বলিয়া উঠিল, ও-সব কথা আর একদিন শুনিব। টাকা পাইলে কোথায় ? বা-খিন হাসিল। কহিল, এ-কথা কেন জিজ্ঞাসা কর । আমার কি না ভূমি জানো । টাকা পাইলে কোথায় ? ব৮থিন ঢোক গিলিয়া ইতস্তত: করিয়া অবশেষে কহিল, বাবার ঋণ র্তার সম্পত্ত্বি দিয়াই শোধ হইয়াছে—নইলে আমার নিজের আর আছে কি ? তোমার ফুলের বাগান ? সে-ও ত বাবার। তোমার অত বই ? বই লইয়া আর করিব কি ? তা ছাড়া দে-ও ত ভাই । २३९