পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

” صے ংকীৰ্ত্তন। দেখিতে দেখিতে বড়ে কলির প্র তাপ । লেদ বিধি লোপ হ’ল বেড়ে গেল পাপ ॥ অজ্ঞান তিমীর ঘোরে ঘুরে নর নারী । রোগ শোকে জীৰ্ণ শীর্ণ তবু স্বেচ্ছাচারী ॥ ভবিষ্য পূবাণ বাণী খণ্ডে সাধ্য কণর ? কলৌ পঞ্চ সহস্রাব্দে গ্লেচ্ছ অধিকার ॥ যেমন ভূপতি কলি সেই মত চেলা । হাটে মাঠে পথে ঘাটে জুটে গেল মেলা ॥ নুতন আইন জারি পুরাতন রদ । শূদ্র করে চণ্ডীপাঠ ব্রাহ্মণ গো-বধ ॥ ধরেন বেদের ভুল দাস ঘোষ মিলে । বলেন, “চাষার গীত" ব্রাহ্মণের ছেলে । বেদোক্ত ঋষিরা সব হইলেন চাষা । পবিত্র প্রণব হলো ইতরের ভাষা ॥ প্রোচীন নিয়মে সব পদে পদে দোষ । কাজেই কলির প্রতি সবাই সন্তোষ ॥