পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসাধ্য হইল ব্যাধি ঔষধে মিটে না । বৈদ্য ছাড়ি হরিদাস ধরিল ডাক্তার । ফো-মেণ্ট পিপারমেণ্ট কিছুই খাটে না । অণহারে তরুচি হায় ! শয়নে চিৎকার ॥ লুটায়ে পড়িল রাধাকান্ত পদোপান্তে । রক্ষা কর বলে হরি, মরি প্রাণ যায় । কি জানি কি তাপরাধ করিয়ছি ভ্রান্তে ॥ শরণ লইনু নাথ ; রাখ এই দায় ॥ মরিমরি কিবা সুধামাখ। হরিণাম । এমন ঔষধে তার থাকে কোন ব্যাধি ? ক্ষণেক বেদন। তার হইল অণরাম ॥ শুইল নিদ্রার কোলে দুই চক্ষু মুদি ॥ নিদ্র। রাজ্যে স্থলুপ্তি স্বপন দুটা দেশ । ঘটে না মুম্বুপ্তি লাভ বহু ভাগ্য বিন । স্বপ্ন দেশে হরিদাস করিল প্রবেশ ॥ সেখানেও হরির ঘটিল বিড়ম্বন। ॥ ভীষণ বিরাট মূৰ্ত্তি নিরখে নয়নে । বিকট করাল মুখ নর হরি বপু । প্রখর নখর ধার সুতীক্ষ দশনে ॥ হইতেছে ছিন্ন ভিন্ন হিরণ্য কশিপু দু