পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ; ) নূতন নিয়মে সুখ কথায় কথায় । বকয়া পাজির সঙ্গে শাস্ত্র উড়ে যায় ॥ জ্বরে উপবাস নাই বৈদ্যর তফাৎ । কুইনাইন খেলে পায় পরদিনে ভাত ॥ নিমেষে মাসের পথে সস্বাদ পাঠায় । রেলগাড়ী চ’ড়ে একদিনে কাশী যায় ॥ সত্য ত্রেতা দ্বাপরের গেল অহঙ্কার । উঠিল কলির নামে জয় জয়কার ॥ পরলোকে যেতে তারে। বিশেষ সুবিধা । সাত ডিঙ্গ অাছে শুনি ভব ঘাটে বাধা ॥ প্রতি পোতে নামজাদা পাক। কর্ণধার । দ্বারে দ্বারে ফিরে সেথো হাজার হাজার } বুক ঢাকা সাদা দাড়ি হাতে হাড় মালা । ছাট গোফ লেড়। মাথা কিন্তু কাছ খোলা ॥ জুটায় ভবের যাত্ৰী মিঠা মিঠা বোলে । *বড় মজাদার পথ বাট এসে চলে ॥ নেক। সাদি যত খুলি অবারিত দ্বার । ন। বনে তাল্লাক দেও দাওয়া নাই তার a কঠ কেটে মাংস খাও কিছু মানা নাই । এক জানোয়ার কিন্তু বাদ দিও ভাই ॥ পশ্চাতে দ্বিতীয় সেথো বলে ধীরে ধীরে । যেওনা উহার সঙ্গে এথ! এসে ফিরে ।