পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ده لا ) তধরেতে বাঁশি, হাসি হাসি মুখ খানি । বঙ্কিম নয়ন লম্পটের শিরোমণি ॥ শিখেছেন চিরকাল ছলন। চাতুরী । বাল্যলীলা ঠাকুরের ছানা ননী চুরি ॥ মরি মরি কত গুণ কেবা দিবে লেখা । শিরে টেঢ়া শিখি পুচ্ছ ভুলাতে বালিকা ৷ সমরে কোমর বাধা, যুদ্ধ হেতু নয় । সাজিয়া ফটিক চাদ চালাতেন হয় ॥ মায়ারথে, ঘোড়াযুড়ে, শূন্যে যেতে উঠে । তা-না হলে হাল ছেড়ে, পলাতেন ছুটে । শক্তিহীন রণ সাজে বিড়ম্বন। ভারি । বধিতে মগধ রাজে সাজেন ভিখারী { সেকালে চাতুরি ছলে, সাধিতেন কাজ । ছলে ভুলি রসাতলে, গেল বলিরাজ ॥ একালে দেবতা গিরি, কঠিন ব্যাপার । ন। দেখালে ভারি ভুরি থাকেন। পলার ॥ পূৰ্ণব্রহ্ম অবতার, নদের নিমাই । কেপীন দেখিয়া তার ভাগিল সবাই ॥ সহজে অনন্ত কুলে, কে লয় তাশ্রয় । এখনি পলায় ছুটে য'ত নেড় নে?ী ৷