পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(هكذ ) কেবল মনের দোষে মূঢ়ের দুৰ্গতি । তথাপি বাপার দয়া অবোধে একান্ত । লুকাইয়া লিঙ্গরূপ প্রস্তর মূরতি ॥ তার চক্ষে তখনি হলেন রাধাকান্ত ॥ নবীন নীরদ রূপ দলিত কজ্জল । ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম চরণে চরণ । তরুণ অরুণ জিনি চারু পদ তল ৷ পীত ধটি অ টি। কটি মদন মোহন ॥ একি ! একি ! তুমি কেন হেন শক্রপুরে । কে—মম সৰ্ব্বস্ব ধন আনিল হেথায় । কাধে এসে চুপে চুপে নিয়ে যাই ঘরে ॥ না জানি বিলম্ব হলে ঘটে কোন দায় ॥ ভাঙ্গড় দেখিতে পেলে হইবে প্রমাদ । শীঘ্ৰ চল থাকে যদি প্রাণের বাসনা । বুঝিতে পারি না, কে পাতিল কোন ফাদ । শুনিয়াছি এখানে ভূতের কারখানা ॥ রাগ হয়ে থাকে যদি র্কাঠালের জন্য । আমিও তো সেই কাজে এসেছি সাজিয়া । ঘরে গেলে হরিকে করিবো ছিন্ন ভিন্ন ॥ কাজ নাই শক্রপুরে বিবাদ কাজিয়া ॥