পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( לפי נ ) তবে যদি লড়াই করিতে সাধ থাকে । রণ-সাজ করি ফিরে এসোহে আবার । সুদৰ্শন চক্র এনে বঁাশরিটি রেখে ॥ শুনিয়াছি তার নাকি বড় তীক্ষ্ণ ধার | ধরিয়া তুলিবে কাধে এই অভিলাষ । দেখিতে দেখিতে হইলেন রূপান্তর । হরিহর চারুমূৰ্ত্তি দেখে প্রেম দাস ॥ তথাপিও ভেদ বুদ্ধি ছাড়ে না বৰ্ব্বর। মরি কিবা চমৎকাব, শোভা শ্ৰীচরণে । ’ পুজিপাট বিধাতার, বিশ্ব নিরমানে ॥ কে বলে রে, পরমাণু, অনাদি কারণ । এই স্ত্রপদের রেণু , সেই নিত্যধন ॥ মায়ার মুকুর পাতি, প্রকৃতি কৌশলে । ধরিল নখর জ্যোতি, প্রতিবিম্ব ছলে ॥ কষাণু চন্দ্রমা ভানু, সেই উপাদানে । পাইল তেজস্বী তনু, বিভূর বিধানে ॥ রূপ দেখি অভিমানে ছাড়ি দীর্ঘ শ্বাস । গদ গদ ভাষে র্তারে বলে প্রেমদাস ॥ সূচিয়াছে তার ভুজস্তম্ভ কণ্ঠরোধ । তথাপি দেবের লীলা বুঝে না অবোধ ।