পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ) రిd ) শঙ্করের নিদ। শুনি মোহান্ত দুঃখিত । কিন্তু একাগ্রত। দেখি হইলেন প্রীত ॥ মরি মরি অবোধের হিয়া ভক্তি ভর। । কু-গুরুর মন্ত্রণায় কিন্তু দিশহারা ॥ লাগিয়াছে জ্ঞান নে ত্রে বিষাক্ত তাঞ্জন । সাধু উপদেশ শুধা আশু প্রয়োজন ॥ ভাগ্যগুণে পশয় লোক গুরু জ্ঞানবান । র্তার উপদেশ দূরবীক্ষণ সমান ॥ দৃষ্টি-শক্তি বৃদ্ধি পায় অধ্যাত্ম জগতে । ব্ৰহ্মময় দেখে বিশ্ব, আত্মা ঘৰ্বভুতে ॥ গো-মূৰ্থ কু-গুরু গুলা বিষম বালাই । কিবা ফল দূরবীণে যাতে কাচ নাই ॥ জগতের হিতে রত মোহান্ত ঠাকুর । ধরিলেন চক্ষে তার বেদান্ত মুকুর ॥ চেতন হইল তার অধ্য ভু জগতে । অবিদ্যা উবিয়া গেল দেখিতে দেখিতে ॥ উড়ে গেল স্কুল দেহ অtয়ার বিকার । ক্ষি তাপ তেজ বায়ু ব্যোম রহিল না আর ॥ কেবল চিন্ময় ব্রহ্ম শিব সদানন্দ । অচিন্ত্য অব্যক্ত নাস্তি রূপরস গন্ধ ॥ ন-ষণ্ড পুমান নারী, নিত্য নিরাকার । পবিত্র প্রণব মাত্র সঙ্কেত তাহার ॥