পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ) రిఅ ) এ—বিশ্ব এহ্মাণ্ড সব মায়ার রচনা । মরু-মরিচিকা যথা মনের কল্পনা ॥ বিমল মুকুর রূপ দেবী যোগমায়া । ধোরেছেন বক্ষে ব্রহ্ম প্রতিবিম্ব ছায়া ॥ পরব্রহ্ম শক্তিযোগে পরম প্রকৃতি । তিন ভাগ করিলেন সেই প্রতিকতি ॥ স্বত্বরাজ তম গুণে তিনটী শরীর । লোহিত অশীত শীত, বরণ রুচির ॥ এই তিন গুণে স্বষ্টি স্থিতি লয় হয় । জ্ঞানীর নয়নে তাহা এক বই নয় ॥ হরিহর বিরিঞ্চি আকারে মাত্র ভেদ । একে তিন তিনে এক বলে চরিবেদ ॥ আদি অন্ত মধ্য হীন অখণ্ড অনন্ত । ভেদ জ্ঞানে দুঃখ পায় মতিহীন ভ্রান্ত ॥ মোহান্তের পদধূলি, দুহাতে মাথায় তুলি, প্রেমদাস কহে সকরণে । বল বল মহাশয়, মনেতে বড় সংশয়, নিদ্রিত কি আছি জাগরণে ॥ যা দেখিলু অাখি ভরি, কেমনে বিশ্বাস করি, সত্য কি জগৎ ভূওয়া বাজি । ভূপতির রাজছত্র, ভিখারীর ভিক্ষা পাত্র, সকলি মায়ার কারসাজি ॥