পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 8レ ) জঞ্জালের মূল বিশ্ব হলো বিস্মরণ । নিস্তন্ধে ভূমেতে পড়ি মুদিল নয়ন ॥ এদিকে বালিকা পুনঃ স্থির করি মন । চক্ষু মুদি চিন্তা করে বাপার চরণ ॥ বাছ জ্ঞান লোপ ক্রমে আনন্দ অপার । শিবময় দেখে সতী জগৎ সংসার । স্বামী শিব মাত। শিব নিজে শিবদাসী । শান্তিময় শিবজ্ঞানে ডুবিল রূপলী ॥ হায় রে । এই কি সেই পবিত্র সমণ ধি । পাইল বালিকা তবে কোন যোগ সাধি ॥ তন্ত্র মন্ত্র পূজান্যাস কিছুই জানে না । করেছে সাজুতিব্ৰত দিয়া অভ্যালিপন। ॥ তাই বলি দীক্ষা শিক্ষ। কিছুতেই নয় । ভক্তিগুণে ভক্তের অধীন ইচ্ছাময় । যাচিয়া বলেন বাপা, উঠে যাও ঘর । চিরজীবী হবে স্বামী অামি দি নু বর ॥ চকিতে চমক যেন ভাঙ্গিল বালা র । লুপ্ত হলে ব্ৰহ্মজ্ঞান কুহকে মায়ার ॥ কেঁদে বলে প্রভুহে । বিশ্বাস কই হয় । অভাগীর ভাগ্যে তিনি তব ভক্ত নয় ॥ শুনিলে তোমার নাম তার অঙ্গ জ্বলে । ভয়ে মারি তাহার দুষ্কতি মনে হলে ৷