পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( зъ ) জীবন পাবেন পতি সে ভরসা নাই । এসেছি যে ভিক্ষা লাগি শুনহে গোসাঞী ॥ যকৃত পাকিয়া হলে উদর বিদার । দুই এক দিন বাকী পরমায়, তার ॥ বুঝাইনু পায়ে ধোরে ফিরিল না মতি । না জানি কালের হতে হবে কোন গতি ॥ এই ভিক্ষ চাহি দেব চরণে তোমার । পরকালে সঙ্গে যেন যেতে পারি তার । যেখানে যাবেন তিনি যাবে। সেই লোকে । কৃমিকীট পরিপূর্ণ দুস্তর নরকে । পতিসহ সেই মম মনোরম স্থান । পতি বিনা ব্ৰহ্মলোক ভীষণ শ্মশান ॥ যেখানে যেরূপে থাকি ক্ষতি নাই তায় । চিরকাল মতি যেন থাকে তব পায় ॥ তব ইচ্ছাধীন দেব ! মানবের মতি । ফিরাও নাথের মন অস্তে তোমা প্রতি । তুষ্ট হয়ে বালিকারে কৰু দয়াময় । ঘরে যাগে। পতি তোর বাচিবে নিশ্চয় ॥ বুঝে না বালিকা তবু লুটে পদতলে । বঞ্চনা করোন। দেব পুনঃ পুন: বলে ॥ বুঝিলেন বাপা তার মনোগত কথা । বড় কষ্ট পাপাত্মার পত্নী পতিব্ৰতা । ( & )