পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( to ) কুমতি পতির পাপ বাড়ে দিনে দিনে । জীবনের চেয়ে বরং মঙ্গল মরণে ॥ পাপ পঙ্কে যতক্ষণ হাবুডুবু খায়। যত্ন করি জটে ধরি তুলে আনা যায় ॥ ডুবিলে অতলে তারে তুলে আন ভার । নরকের কীট মরে করিলে উদ্ধার ॥ কিন্তু র্যারে তার কৃপা কিবা ভয় তার । বুঝে না বালিক। তাই র্কাদে বার বার ॥ স্বহস্তে চরণামৃত দেন মুখে তুলে । নিদ্র। অভিভূত সতী ক্ষুধা তৃষ্ণা ভুলে । বিনা যাতনায় শুভ রজনী প্রভাত । কনক আচলে দেখা দেন দিননাথ । মায়ে বিয়ে এখনো নিদ্রায় অচেতন । কে বুঝে বাপার লীলা কখন কেমন । পরদিন প্রাতঃকালে, কনক উদয়াচলে, ক্রমে ক্রমে আলোক সঞ্চার । তস্কর ছুটে পলায়, পেচক কোটরে ধায়, গুহায় লুকায় অন্ধকার ॥ - ৰসনে বদন ঢাকি, মাতৃ কোলে শশিমুখী, নিদ্রা যায় ভুলিয়া যাতন । বেলায় পূজার গোল, শঙ্খ ঘণ্টা মহা রোল, ইহাতেও হলো না চেতন ॥