পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ఆt ) এই স্বপ্ন চিরকাল থাকুক আমার । সংসারে ফিরিতে প্রভু সাধ নাই আর ॥ শুষুপ্তি স্বপন কিম্বা জাগরণে স্থল । আত্মারাম তুমি দেব ! সকলের মূল ॥ তথাপি শুমুপ্তি চেয়ে স্বপ্নের প্রয়াশী। সুধা হয়ে সুখ নাই খেতে ভাল বাসি ॥ কোলেতে লইয়া তারে মোহাস্ত অাদরে । বলিলেন পত্নী লয়ে যাও বাছা ঘরে ॥ সতী সাধী গুণবতী কিঙ্করী বাপার । তার গুণে তুমি বাপু হইলে উদ্ধার ॥ ভক্ত তুমি হৃদে তব ভক্তির উচ্ছাল । ধরায় বসিয়া তুমি পাইবে কৈলাস ॥ কথায় বুঝিনু পাইয়াছে দিব্য জ্ঞান । পতিব্ৰতা পত্নী গুণে সৰ্ব্বত্র কল্যাণ । উঠ বাছা পতিব্ৰতে ! পূর্ণ অকিঞ্চন । করিলে কলিতে অদ্য অসাধ্য সাধন । সাবিত্রীর গুণে মৃত পতি প্রাণ পায় । সে সতী লজ্জিত আজি তোর তুলনায় ॥ জীবন্মত প্রেততুল্য ম্লেচ্ছভাব পতি । দেবত্ব পেয়েছে এই লও গুণবতী ॥ সপিলাম হাতে হাতে বাপার আজ্ঞায় । ভয় নাই ভবিষ্যতে ঘটিবে না দায় ॥