পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ፃw ) বাপার অভিন্ন-তনু মোহান্ত ধীমান । ধর্তে জিজ্ঞাসিয়া লন বিশেষ সন্ধান ॥ বিরক্ত হইয়া তারে কন উগ্রস্বরে । বিষকীট তুমি বাবু ক্ষীর-সরোবরে । থাকিয়া পবিত্রপুরে হেন অত্যাচার । ভক্তজনে প্রতারণা আশ্চর্য্য ব্যাপার | চেয়ে দেখ জ্যোতি-ছটা-শূন্য শ্ৰীমন্দির । অপ্রসন্ন ক্ষীণপ্রভ প্রভুর শরীর ॥ গিয়াছেন তিনি সেই ভক্তের পশ্চাতে । বল তুই, দুঃখিনী গিয়াছে কোন পথে ॥ পাপী প্রতি গুরু দণ্ড ইচ্ছা নয় তার } তাই তুই মমহস্তে পাইলি নিস্তার । বরঞ্চ তোদের প্রতি করুণা বিশেষ । আজ্ঞা তার পাতকীরে দিতে উপদেশ ! কিন্তু বাপু সেই কাজ অসাধ্য আমার । পোড়ালে ছাড়েনা মলা বাশের অঙ্গার ॥ নম্বর শরীর ক্ষণে পুড়ে হবে ছাই । রবে মাত্র কৰ্ম্ম সূত্র সঙ্গের বালাই ৷ সোজা কথা বুঝিলে নিমেযে যায় বুঝা । তথাপি বাধিতে চাও পাতকের বোঝা ॥ বলিতে বলিতে গুরু চলিলেন দ্রুত । পাছে পাছে চলে চেলা ভূত্য অনুগত ॥