পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৭৯ ) নিরথি ব্রহ্মণ্য দেবে বট বৃক্ষ মূলে ! আলুথালু মোহান্ত পতিত পদতলে | উত্তাপে মূৰ্ছিত ভাবি ছুটে যত দাস । মুখে জল দেয় কেহ জুড়িল বাতাস ॥ সক্ষেহে করুণাময় তুলি তারে কোলে । কি জানি কি বাণী বলিলেন কৰ্ণমূলে ॥ চিনিলন। কেহ তার মায়। কলেবর । ব্রাহ্মণ ভাবিয়া মাত্র করিল তাদর ॥ অদূরে বিটপি তলে দুঃখিনী লুটায় । জনেক প্রহরী দৈবে সেই দিকে চায় ॥ বাপরি রজত পাত্ৰ পডিয়া নিকটে । দেখিয়া চিনিল ইহা চোর। মাল বটে ॥ আপনি দেখিয়া পরে সঙ্গীরে দেখায় । মহা ধূৰ্ত্ত সঙ্গী তার তাগে ছুটে যায় । আরো জন কত তার পাছে পাছে ছুটে । মহা গণ্ডগোল করে একত্ৰেতে জুটে ॥ এবলে মাগীরে তামি ছু ইয়াছি আগে । চোর ধরা পুরস্কার পাবে। পূর্ণ ভাগে ॥ আমি ছুইয়াছি আগে সকলেই বলে । কেকরে নির্ণয় ত, হ হেন গণ্ডগোলে ৷ সবাই দিতেছে কিন্তু ব্যপার দোহাই ! হায় রে বিষয় তুষ্ণা বলিহারি যাই ॥