পাতা:শিব-সংকীর্ত্তন.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( هبوا ) সবার প্রধান ধূৰ্ত্ত চতুর প্রবীর । গেলাস লইয়া হাতে আণটিল ফিকির ॥ মোহান্তে বলিল অবধান মহারাজ । প্রমাণ দেখুন মিছা কথায় কি কাজ ॥ চরণে মালুম আমি কত বড় ভক্ত । বিনা বেতনের ভূত্য কাজে অনুরক্ত ৷ মধ্যাক্লে প্রসাদ বন্ধ কৌশলে আমার । ঘুচায়েছি সন্ন্যাসী সাধুর অত্যাচার ॥ প্রশংসা নিজের মুখে আতি অনুচিত । সেই জন্য দাসের রসনা শঙ্কুচিত | মাগীরে ধরেছে যত নিৰ্ব্বেণধ নিৰ্দ্দয় । অামি জানি মাগী কিন্তু নিজে চেণর নয় ॥ সঙ্গে ছিল এক বেটা দস্থ্যর সর্দার । তালরক্ষ সম হাতে লম্বা হাতিয়ার ॥ এই মাগী মাঠে বসি ছিল বহু দূরে । চুরি করিয়াছে সেই প্রবেশিয়া পুরে ॥ বাপার মন্দিরে গিয়া ছিল দ্বিজ বেশে । ধরিলাম তারে আমি মধ্য মাঠে এসে ॥ চোরের কৌশলে বাবা বুদ্ধিমান ভুলে । ফেলে দিল চোরা মাল মাগী নিল তুলে ॥ মনে হলো চোর ছেড়ে মাগীরেই ধরি । ভয়ে মরি কেমনে ছুইব পর নারী ॥