পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জন্তুরা কি বাজনা ভালবাসে ? আমরা সকলেই অনেক লময় লক্ষ্য করিয়া অভ্যালিতেছি যে জন্তু জানোয়ারের সঙ্গীতের মধুর মুর লহরী শুনিতে বেশ ভালবাসে। এমন কি তোমরা যে গোরুকে নেহাৎ অপদার্থ মনে কর সেই গোরুও কিন্তু বঁাশীর স্থর শুনিতে অত্যন্ত ভালবাসে । তোমরা যদি কখনও লক্ষ্য কর তাহা হইলে দেখিতে পাইবে, যেখানে বেশ মধুর বাজনা বাজিতেজে, সেখানে গোরুরা তাহাম্বের চোখ দুটি বিস্ফারিত করিয়া সেদিক পানে ছুটিয়া চলিয়াছে। যুদ্ধের সময় সৈন্যদিগকে উৎসাহিত করিবার জন্য রণবাদ্য বাজান হয় । সে বাদ্য শুনিয়া যে কেবল সৈনিকদের প্রাণই উৎফুল্ল হয় তাহা নহে, তাহাঙ্গের অশ্বগুলিও ৰাজনীর তালে তালে ছুটিতে থাকে, যেন তাহারাও বুর্ণরঙ্গে ঝাপাইয়া পড়িবার জন্ত উৎসুক হইয়া পড়িয়াছে।—আমি নিজে অনেকবার লক্ষ্য করিয়াছি যে বাড়ীতে গান বাজনা হইতেছে আর বাড়ীর পোষা কুকুরটি এমন ভাবে কাজিতেছে যে গান বাজনার ওখানটায় রসভঙ্গ হইবার সম্ভব ! ইছারা আবার সময় সময় গীতবাদ্য শুনিয়া আনন্দে লেজ নাড়িতে নাড়িতে দোঁড়িয়া পলায়ন করে। క= - -: পৃষ্ঠার পর 侬 يمينيكنسن من حياة)G. سrجه-كسn"iس--و--مress"m• পার্থীরা সুমধুর স্বর-লহরীর Ö. একান্ত তক্ত । তাহার কারণও - আছে। গানের দ্বারাই তাহারা তাহাজের প্রেম বল বা স্নেহ বল তাহা প্রকাশ করে। গায়ক পুরুষ পার্থীদের গলার স্বর বেশ সুমিষ্ট হয়। স্ত্রী পাখীদের গলার স্বর কিন্তু একেবারেই মধুর নয় । অনেক সময় ছোট ছোট পার্থীদের গান শুনিলে যুদ্ধ शंय् उ श्ब्र । শুকপাখী, টিয়াপাখী, ময়না, কাকাতুয় প্রভূতি যাহারা পুষিয়াছেন তাহারা যদি একটু লক্ষ্য করেন, তাহা হইলে দেখিতে পাইবেন যে হারমোনিয়ম, গ্রামোফোন, পিয়ানো, বেহালা, এস্রাজ প্রভূক্তি শুনিতে তাহারা খুবই ভালবাসে।—একজন সঙ্গীতজ্ঞ ব্যক্তি একটি পারাবতের সঙ্গীতপ্রিয়তার কথার উল্লেখ করিয়াছেন । তিনি লিখিয়াছেন যে যখন তিনি পিয়ানোতে কোন একটি মুর বাঙ্গাইতে আৱস্ত ঋরিতেন, তখন জানালার উপর একটি পারাবত উড়িয়া আসিয়া বসিত, যতক্ষণ পৰ্য্যস্ত র্তাহার বাজনা শেষ না হইত, ততক্ষণ পৰ্য্যন্ত সেই পারাবতটি চুপ করিয়া বসিয়া থাকিত। ৰাগিণীটি বাঙ্গান শেষ হইলে পার্থীটি উড়িয়া ৰাইত ।