পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিশু-ভগৱতী এমন কি মাকড়সা পর্য্যস্ত স্বস্বর শুনিতে ভালবাসে।-ছাগল, গোরু, ভেড়া প্রভূতি ছোট বড় জন্তু জানোয়ারেরা সকলেই গান বাজনার ভক্ত । সাপের সঙ্গীতপ্রিয়তার কথা তোমরা সকলেই { জান। পথে ঘাটে প্রায়ই ত সাপুড়িয়াদের দেখিতে পাও, তাহদের বাজনার সঙ্গে সঙ্গে সাপের কেমন ফণা দোলাইয়া দোলাইয়া নাচিতে থাকে – সাপুড়িয়ারা বঁাশী বাজাইতে থাকে, আর গর্ভের ভিতর হইতে সাপ বাহির হইয়া আসে এবং সাপুড়িয়াদের হাতে ধরা দেয়, একথা তোমরা সকলেই জান । ভালুককে কি ভাবে পথে খাটে তালুকওয়াপাখা নাচাইয়া ফিরে তাহা তোমরা প্রতিনিয়তই কি সহবে, কি পল্লীগ্রামে সৰ্ব্বএই দেখিতে পাও, কাজেই ইতর প্রাণীরা যে গীত-বাদ্য ভালবাসে একথা মোটেই অসত্য নহে । মাছেরা কি চক্ষু বুজাইয়া ঘুমাইতে পারে ? মাছের কেমন করিয়া চোখ বুজিয়া ঘুমাইবে বল ? তাহাদের যে চোখের পাতাই নাই ! যার চোখের পাতা বলিয়াই কিছু নাই সে আল চোখ বুজিবে কেমন করিয়া ? কেবল ধে মাছেরাই চোখ মেলিয়া ঘুমায় তাহা নহে। তোমরা যদি কখনও চিড়িয়াখানায় সাপের ঘরে যাও, তাহা হইলে দেখিবে যে ঘুমস্ত সাপের চক্ষু খোলা রহিয়াছে । মাহুষেরাও চোখ মেলিয়া সুমাইতে পারে, কথাটা ঠিক, কিন্তু চোখ মেলিয়া ঘুমাইবার জন্য যে প্রচেষ্টাটা করিতে হয়, তাহার চেয়ে চোখ বুঙ্গিয়া ঘুমানই কিন্তু আমাদের পক্ষে সহজ । সমুদ্রের জল লৰাণক্ত কেন ? জলে তাপ প্রয়োগ করিলে জল বাষ্পীভূত হইলেও ইহাতে দ্রবীভূত পদার্থ সমূহ পড়িয়া থাকে। সেইজন্ত স্বযকিংণে সমুদ্রের জল যখন বপীভূত হয় তখন উহাতে দ্রবীভূত লবণময় কঠিন পদার্থগুলি সমুদ্রে পড়িয়া থাকে, ঐ বাষ্প উপরে -- চাপযুক্ত হইয়া ঘনীভূত হয় এবং মেখে হয়। পরে ঐ মেঘ হইতে জল বৃষ্টির আকারে স্থলভাগের উপর নামিয়া আসে এবং স্থলতাগের উপর দিয়া বহিয়া নদীপথে সমুদ্রে ফিরিয়া আসে। স্থলভাগের উপর দিয়া আসিবার সময় অনেক প্রকার লবণাক্ত পদার্থ উহাতে দ্রবীভূত হয় এবং উহারাও ঐ জলের সহিত সমুদ্রে নীত হয় । এইরূপে জল প্রত্যেকবারে বাষ্পাকারে সমুদ্র হইতে উঠিয়া বৃষ্টির আকারে স্থলভাগের উপর ধিয়া সমুদ্রে ফিরিয়া আসিধার সময় কিঞ্চিৎ পরিমাণ লবণময় পদার্থ সমুদে বহন করিয়া আনে এবং ঐ লবণময় পদার্থ সমূহ সমুদ্রে সঞ্চিত হইবা উহার জলকে ক্রমশঃই লবণাক্ত করিতেছে। ইংরাজদের প্রথম উপনিবেশ কোনটী? উত্তর আমেরিকায় সেন্ট-লরেন্স উপসাগরের পূৰ্ব্বতীরে অবস্থিত নিউফাউল্যাণ্ড উপদ্বীপ ইংরাজদ্ধের প্রথম উপনিবেশ। ইহা ইতালিয়ান আবিষ্ক বুক জনক্যাবট্‌ কর্তৃক ১৪৯৭সালে আবিস্কত হইয়াছিল। ইনি ইংল্যাণ্ডের রাজা সপ্তম হেনরী কর্তৃক নিযুক্ত হইয়া ভারত অনুসন্ধানে সমুদ্ৰ-যাত্রা করিয়া আটলাণ্টিক মহাসাগরের পরপারে অবস্থিত এই উপদ্বীপটীতে আসিয়া পৌছাইয়াছিলেন। পরে ১৫৮৩ খৃষ্টাব্দে ৫ই আগষ্ট তারিখে স্তর হামূ-ফ্রে গিলবার্ট কত্ত্বক ইহা ব্রিটিশ সাম্রাজ্যেৰ অন্তর্ভ ত বলিয়া ঘোষিত হয় । ছোট ছোট ছেলেমেয়েদের তেল মাখাইয়া রৌদ্রে দেয় কেন ? ছোট ছোট ছেলেমেয়েদের তেল মাথাইয়া রোঁত্রে fদলে উহাদের শরীর সুস্থ ও সবল হয়। স্থৰ্য্যকিরণ সরিষার তৈলের উপর পড়িলে ভিটামিন ডি উৎপন্ন হয়। অস্থি গঠনের জন্য বয়স্কদের পক্ষে ভিটামিন ডি ৩৩ বেশী প্রয়োজনীয় না হইলেও শিশুদের পক্ষে ইহা অপরিহার্ষ্য উপাদান । ইহার দ্বারা অস্থিগুলি যথোপযুক্ত শক্ত ও সবল হয় এবং অভাবে রিকেট্‌স নামক একপ্রকার উৎকট ব্যাধি জন্মে। ইহাতে অস্থিগুলি শুকাইয়া যায়, হাত পা বাকিয়া যায়, শরীরের বৃদ্ধি হয় মা ও জেহ খৰ্ব্বাকৃতি হয় । ૨૩૭૦ --伊