পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

E+ + !


م---- جب ممب-۔

--- মুখ ঘসে এস বুঝলে—এদিকে পানওয়ালা নিজেই পান খেয়ে দিব্যি ঠোট রাঙ্গা করিয়া বসিয়াছিল । ব্রাহ্মণ তাহার দোকানে উঠিয়া সব জিনিষ পত্র পান তৈরীর সাজ-সরঞ্জাম গুলট পালট করিয়া মুখ ঘসিতে অগ্রসর হইল— —একি ! ঠাকুর । একি করলে — তুমি যেমন বলেছিলে তাই করতে চাইছি— —তবে রে দুষ্ট বামুন চল রাজার বাড়ী যাই, তোমার বিচার হবে, আচ্ছা সাঙ্গা দেওয়াব। এইবার সেই গ্রামের লোকেরা, তেলওয়ালী ৰুণ্ড আর এই হিন্দুস্থানী পানওয়ালা তিনদল ব্রাহ্মণকে লইয়া রাজবাড়ীতে চলিল । olts এই দলট ৰখন আসিয়া রাজবাড়ী পৌছিল, তখন প্রায় বেলা শেষ হইয়া আসিয়াছে। রাজা মহাশয় দরবার ছাড়িয়া চলিয়া যাইতেছিলেন । কিন্তু দূর হইতে একদল বিচারপ্রার্থী আসিয়াছে দেখিয়া আবার আসন গ্রহণ করিলেন। তিনদলের নালিশ শুনিয়া রাজা বামুনকে শূলে দেওয়ার আদেশ দিলেন। সন্ধ্যা হইয়াছিল, কাজেই বামুনকে সে लिन श्राद्ध श्रृष्ण cनसङ्ख्या इडेन ना । बाबिद भज्र তাহাকে শূলদণ্ডের সঙ্গে বাধিয়া রাখিবার জন্ত প্রহরীদের হুকুম দিলেন । প্রহরীরা রাজার হুকুমে ব্রাহ্মণকে শূলদণ্ডের সহিত বাধিস্থা রাশিয়া আসিল । ব্রাহ্মণের এইবার মনে মনে একটু অম্বতাপ হইল । তাইত, কেনহ বা আমি লঙ্কাকাও দেখাতে গেলাম, কেনই বা বুড়ীর তেলের হাড়ি ভাঙ্গলাম আর কেনই বা পানওয়ালার দোকান নষ্ট করলাম। এইবার তার ফল ভোগ করব। অদৃষ্টে বা লেখা আছে তাই হবে। সেদিন ছিল জোছন রাত্রিই চারিদিক বেশ পরিষ্কার দেখা যাইতেছিল। এমন সময় সে পথ দিয়ে একজন কুজো লোক যাইতেছিল । ব্রাহ্মণ তাহাকে দেখিয়া আনন্দে চীৎকার করিয়া বলিল,—কুজো ভাই, কুজো ভাই, একটা কথা শুনে যাও। কুজো লোকটী কাছে আসিলে ব্রাহ্মণ কহিল— cनभङ काहे ७कदांद्र त्रामांद्र निर्ऋाग्न शाऊ निरब्र, শিশু-ভান্নভী ՀՖԳե --- আমার কুজটা কি এখনও আছে; না মিলিয়ে গেছে ? কুজো ত্ৰাক্ষণের পিঠটায় বেশ ভাল করিয়া হাত निग्रा cमथिब्रा कश्नि, ना फांदे यूरजद्र उ ८कांन চিহ্ন নেই, একেবারে সব সমান। তখন ব্রাহ্মণ মহানন্দে কহিল, তাই রক্ষা পেলাম। কি বলবো ভাই তোমায়, আমার পিঠের উপর ছিল মস্ত বড় একটি কুজ। কিন্তু কি আশ্চর্য্যের কথা, যেমন —একি ঠাকুর ! এ কি করলে ? এই শূলদণ্ডের সঙ্গে কুজটাকে বেধে দিলাম, ব্যাস একেবারে বেমালুম হয়ে গেল ! কুঞ্জো লোকটী আশ্চৰ্য্য হইয়া কহিল বল কি ? আর বলাবলি নেই ভাই, হাতে হাতে ফল । তখন কুজো বলিল—তবে ভাই অামাকে এই শূলের সঙ্গে বেঁধে দাও। আমি এই কুঞ্জের জালায় অস্থির হয়ে পড়েছি। কোথাও যেতে পারিনে। লোকে ঠাট্টা করে। কি ষে কষ্ট তুমিত জান তাই। যদি কুজটা তোমার মত একেবারে সেরে যায়, তবে কিন্তু বেশ হবে, কি বল ? ব্রাহ্মণ বলিল—তা হলে আমার বাধন খুলে ফেল । কুজো ব্রাহ্মণের বাধন খুলিয়া ফেলিল । 45ہم۔ o