পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

来→ ধানীর নাম রমফটিন (Bloemfontein) is সহরের শ্বেতাঙ্গ অধিবাসীরা বেশীর ভাগই ওলন্দাজ বা ডাচ ভাষায কথোপকথন কবে । এ দেশের পরিমাণ ফল ৪৯,৬৪৭ বর্গ মাইল । ট্রান্সভাল wfor--onto-rifoliol (Union of South Africa)র অন্তভুত ট্রান্সভাল প্রদেশ ভাল নদীর অপর তীরে অবস্থিত বলিযাই এ দেশের নাম হইয়াছে ট্রান্সভাল (Transval) । ট্রান্সভাল দেশটি মালভূমির উপর অবস্থিত। মালভূমির উচ্চতা ১,• • • ফিট হইতে ৬.• • • হাজীব ফিট পরিমাণ হইলে । জোহানেসবাগেল (Johann esburg) এর কাছাকাছি উচ্চতা হইলে প্রায় ৭,• • • ফিট । এদেশে সোনাল গনি বিশেষ লাভজনক ব্যবস । এপানে ষ্টীলা পাওয়া যায। কয়লার খনি ও অনেক আছে । টিন, তামা প্রভৃতিও পাওয। *fग्न । শীতেল সময এদেশের জল বায়ু শুষ্ক ও উষ্ণ থাকে এবং সে সমযে বড়ো হাওযা বহিযা যায়। অক্টোবার হইতে মার্চ মাস-গ্রীষ্ম ও বর্ষা ঋতু। সে সময়ে ম্যালেরিয়াল প্রকোপ দেশ দেয়। জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকাব সৰ্ব্বাপেক্ষা বৃহৎ সহর। ১৮৮৬ খৃষ্টাব্দে মাত্র এই সহরটি স্থাপিত হইলে ও অতি অল্প সমযেব মধ্যেই বিশেষ লিগ্যাত হইয়াছে। লণ্ডন হইতে কেপ টাউন যাইবাল Imperial Airways a si sosti zista শিরতি স্থান। উইটওয়াটাস র্যাণ্ডেব ( wit waters rand ) fl-Ifs « t*GI, cat=ttnHবার্গেব কাছে অবস্থিত। প্রিটোরিয়া (Pretoria) হইতেছে ট্রান্সভালেব রাজধানী। বেচুয়ালাল্যাণ্ড অরেঞ্জ ও জ্যাম্বেলী নদীর মধ্যবৰ্ত্তী দেশ। এ দেশের অধিবাসিগণকে coŞTIRI ( Bechuana ) বলে। ইহার পরিমাণ ফল-২৭৫,• • • বর্গমাইল । অধিবাসী বেচুয়ানারা বান্ট, ভাষায় কথা বলে। ১৮৮৫ খৃষ্টাব্দে এদেশ ব্রিটিশ অধিকারে আসিয়াছে। অন্ত প্রধান সহরের নাম ত্রিবার্গ। এই সহর দুইটী یا ہند 9 শিশু-ভারতী কেপ টাউন রেলের ধারে অবস্থিত। এদেশের অধিকাংশ ভূভাগই উচ্চ তৃণভূমি। গোরু, মহিষ, ভেড়া, প্রভৃতির জন্ত এ স্থান বিখ্যাত। ভুট্টা, কফি, ধান, ইক্ষু, তামাক, চীনেবাদাম প্রভৃতির চাষ খুব হয়। সোণা ও অন্যান্য অনেক ধাতুর খনি এখানে আছে। ব্রিটিশ বেচুয়ানালাণ্ডের পরিমাণ ফল হইবে, প্রায় ৫১, ২৫৪ বর্গ মাইল। রোডেশিয়া বোডেশিষা ( Rhodesia )—দক্ষিণ আফ্রিকাব অস্তুভূত অতি সুন্দব দেশ। এখানকার জল-বায়ু অতি উৎকৃষ্ট। বিখ্যাত সিসিললোডসেব নামাতুযাগী এ স্থানের নাম বোডেশিযা হইয়াছে। এদেশ যখন প্রথম আবিস্কৃত হয়, তখন বনে-জঙ্গলে দেশটি ঢাকা ছিল। সিংহ, হস্তী, গণ্ডাল প্রভৃতি বন্যপশুল বিচরণভূমি ছিল, আল এখন ইহার নানা স্থানে কত বুছৎ ও সুন্দল নগব গড়িম্বা উঠিসছে । কেনিয়া আফ্রিকাব পূর্বদিকে সমুদ্রের উপকূলে কযেকট ব্রিটিশ উপনিবেশ ও বক্ষিত বাজ্য আছে (Protectorate) ইহার নাম—কেনিয়া উপনিবেশ (Kanyacolony)। এখানে অনেক ভারতবাসী বাস কবে। ভারতীয় শ্রমজীবীদের দ্বাবাই এই উপনিবেশের উন্নতি হইয়াছে। কেনিযাব প্রধান শহর ও বন্দবের নাম—মোস্বাসা। এই কেনিয়ার দক্ষিণ দিকে টাঙ্গানিইকা। পৃথিবীব্যাপী মহাসমরের পর জাৰ্ম্মেনরা এই দেশট ইংরাজের হাতে ছাড়িয। দিয়াছেন। কেনিয়ার কৃষিজাত দ্রব্যের মধ্যে ধান, ভূট্টা, নারিকেল এবং তুলা প্রধান। এখানকার রাজধানীর নাৰ লাইরোবি ( Nairobi )। নাইরোবি সহরট ৫,৫ • • • ফিট–উচ্চে অবস্থিত। উগা রেলপথের ইহা একটা কেন্দ্রস্থল। ולאחtדס ১৮৯৪ খৃষ্টাব্দ হইতে উগাণ্ডা একটি ব্রিটিশ প্রোটেক্টোরেট বা রক্ষিত রাজ্য। মধ্য আফ্রিকায় ইহা অবস্থিত। এদেশের বেশীর ভাগ ভূ-ভাগ