পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বীজাণু যাচাতে কোথাও ছড়াইতে না পালে তজন্ত এই প্রক্রিয়া দ্বারা তাহাদিগকে মালিয়া ফেলা ছয। এই উদ্দেশ্যে আমরা নিত্য ফিনাইল ব্যবহাৰ করি । কলেরা প্রভৃতি মহামারীর আবির্ভাব হইলে জল ফুটাইবার সঙ্গে সঙ্গে পানীয় জলে দুই চারি ফোট। 'c*tfra **' (chlorine water) c*$ eic* মিশাইয়া খাইবার ব্যবস্থা আছে। ফিনাইল, ক্লোবিন জল, ফরম্যালিন, কাৰ্ব্বলিক সাবান প্রভৃতির বীজাণুনাশক ক্ষমতা আছে বলিয়া ইহাদিগকে এবং ইহাদিগের মত জিনিষকে লিঃসংক্রামক (disinfect:111t) oil of আজকাল অস্ত্রোপচাব করিবার পূৰ্ব্বে যে স্থানে অস্ত্রোপচাব হইবে সেই স্থান ঔষধ দ্বাবা ধুইয়। at-i arol offic-tsao (steam sterilized) ব্যাণ্ডেজ দিয়া বাধিয়। বাপ। হর্ষ যাহাতে ক্ষত পচাইবাল ল্যাকটিরিয়া সেপানে লগা বাধিতে না পাবে। অস্ত্র কপিবল পুর্লে ডাক্তার স্বয়ং ষ্ট্ৰাহাল হাত, ছুরি, কাচি প্রভৃতি অন্ত্রশস্ত্র লাইজল, অথবা বীজাণুনাশক সাবান প্রভৃতি দ্বারা ষ্টেবিলাইজ (sterilize) করিয়া লন । অস্ত্র করিবাব পর কর্তিত স্থানে পচননিবারক অ্যাটিসেপ্টিক (antiscptic) ল্যাণ্ডেজ বাধা হয়। আমাদেব শরীপে কোন প্রকালে আঘাত লাগিয ক্ষত চইলে আমলা সেখানে *tossga wo (iodine solution) ostolfo ইহার তাৎপর্য্য এই যে সেখানে যদি কোন বীজাণু প্রবেশ করিযা থাকে তবে তাছালা বিনষ্ট হইবে। ব্যাকটিবিয়ার আচলণের কথা না জানিলে আমলা তাহাদেব বিরুদ্ধে এ অভিযান কবিতে পারিতাম কি ? এই অভিযানের সফলতার জন্ত সমস্ত মানব সমাজ আজ পাস্তব ও জোসেফ লিষ্টাবেল নিকট কৃতজ্ঞ । কিন্তু ব্যাক্টরিয়া জনিত ব্যাধির প্রকৃত কাবণ নির্ণয় করেন রবার্ট কক (Robert Koch) । তিনিই সৰ্ব্বপ্রথম প্রমাণ কবেন ব্যাক্টরিয হইতেছে ব্যাধির কারণ (cause), "ফল' (effect) নহে। ১৮৭২ খৃষ্টাব্দে জাৰ্ম্মানির ব্রেসলোতে (Breslan) গোরুর মরক অবিস্ত হয়। ব্রেসলো ও তৎপাশ্ববৰ্ত্তী স্থানের গরু মরিতে আরম্ভ করিল। সঙ্গে সঙ্গে মানুষ এবং অষ্টান্ত জন্তুর মধ্যেও এই বোগ সংক্রামিত হইতে --- -tb) נסי শিশু-ভগন্নভী বছরের পর বছর এই বকম মরক হইতে থাকায় ১৮৭৬ খৃষ্টাব্দে গ্রাম্য ডাক্তার কক ইহার কলিশ অমুসন্ধানে কৃতসংকল্প হইলেন। বহু প্রসাসেব পব তিনি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রমাণ কবিলেন গক ও মামুষের এই মারাত্মক রোগের কাবণ হইতেছে এক প্রকার ব্যাকটিবিয়া (Bacillus anthi acis) fafi di catt" আক্রান্ত গোঞ্চর বক্ত হইতে এই ব্যাকটিলিযা পৃথক লবার্ট কক কবিয়া স্থস্থ হঁহুবেৰ শরীরে টিকা দিয়া দেখাইলেন সুস্থ ইদুর এই রোগে আক্রাস্ত হইয়াছে। ইহার পর তিনি ১৮৮২ খৃষ্টাব্দে সৰ্ব্বপ্রথম যক্ষ্মারোগের ব্যাকটিবিয়া আবিষ্কার কবেন । ব্যাকটিবিয়া পৃথক কবিয়। বিজ্ঞান-সন্মত উপায়ে তাহাদিগকে পরীক্ষা কবিবাব উপায় বাহির করিবার রুতিত্ব র্তাহারই । কক ও তাহার সহকৰ্ম্মীগণ কয়েক বৎসরের মধ্যেই কলেরা, গলাহাবী, নিউমোনিয়া, টাইফয়েড প্রভৃতি বোগের ব্যাকটিবিয়া পৃথক করিতে ও তাহাদের জীবন যাপনের ধারা আবিষ্কার করিতে সমর্থ হইয়াছিলেন। কক ব্যাধির কারণ আবিষ্কার করিতে সমর্থ I