পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

KKBeeB BBBSBiBB BBBBBBBBS BTg SASY এই সমস্ত অtfদম অসভ্য জাতিদের আচার-ব্যবহার ও সামাজিক ব্যবস্থা ও বিধি নিয়মের কোনও কোনও অংশ অামাদের নিকট অদ্ভুত বা অস্বাভাবিক মনে হইতে পারে। কিন্তু অtমাদের মনে রাখিতে হইবে যে লিভিশ্ন জাতির বিশেষত: আসভাজাতিদের অtচাব ব্যবহার ও রীতি-নীতি তাঙ্গাদের দেশ কাল বা ভৌগলিক ও * aifræ sitta B5N2 ( Geographical and social environment ah) of: বহুল পরিমাণে নির্ভর কবে । তার প্রত্যেক জাতির সংস্কৃতির বা সভ্যতার ক্রম-বিকাশের প্রধান সহtঘক সভতর জাতিদের সহিত qsaw novo (Contact of cultures) উরলি, কাডার প্রভূতি এই সমস্ত জাতিগুলি বহুকাল হইতে পাববত্য প্রদেশে বা বনে জঙ্গলে অননুকূল আবেষ্টনীর মধ্যে জীবনযাপন করিতেছে। প্রতিকূল পারিপাশ্বিক অবস্থার নিষ্পেষণে উদর-পুত্তি ও আত্মরক্ষার প্রচেষ্টায় ইহাদিগকে নিরস্তর ব্যাপৃত থাকিতে হয় । আর সভ্যতর জাতিদেব সঙ্গিত ঘনিষ্ঠ সংস্পর্শে আসিলার সুযোগও ইহাদের অল্পই ঘটে । এই সমস্ত কারণে ইহাদের সভ্যতার গতি সম্ভবত: এতাবৎকাল রুদ্ধ থাকায় ইহার এখন ও সভ্যতা সোপানের অতি নিম্নস্তরে “যুঢ়য়ান মূক মুখে" অবস্থান করিতেছে । ইহাদের পক্ষে ইহা বিশেষ দুর্দশার কারণ হইলেও, ইহাদের রূঢ় অমাজ্জিত জীবন-ধারা ও আচারব্যবহার পর্য্যালোচনা করিলে নব প্রস্তর যুগের আদিম অবস্থার মানব-সভ্যতার কিঞ্চিৎ আভাষ পাওয়া যাইতে পারে। তবে ইহাও অসম্ভব নহে যে হয়তো এককালে ইহারা সভ্যতা সোপানের আরও দুই এক ধাপ উপরে উঠিয়াছিল ; কিন্তু পরে ף אנס প্রতিকূল পারিপাশ্বিক অবস্থার প্রভাবে স ভাতাশ্ৰেণত হইতে বিচ্ছিন্ন হইয়া অবনতি প্রাপ্ত হইয়াছে । প্রাকৃতিক তাবেষ্টনীর পরিবর্তনের সঙ্গে সঙ্গে উপযোগী দৈহিক ও মানসিক পরিবর্তন হাসিল করিতে কৃতকার্য্য তই যা যেমন জীল উন্নতির পথে অগ্রসর হয় তেমনই তাহাতে অকৃতকার্য্য জীল অবনতি কিংল। কখনও কখনও চ য় প্রাপ্ত হয় । জীবিক অর্জন এই অাদিম জাতিগুলি সভ্যতর জাতিদের আগমনে জঙ্গল বহুল অশুলবর পার্ণলতাপ্রদেশে অপসাবিত ও অবরুদ্ধ হওযায় ক্ষুদ্র ক্ষুদ্র দলবদ্ধ হইয়া খাদ্যাম্বেষণেব জন্য বনেজঙ্গলে ঘুবিয বেড়াইতে বাধ্য হয় । ছু চালে। কাষ্ঠ-দণ্ড-কিস্ব। লৌহ-ফলক-যুক্ত খোস্তাদ্বারা বহু কন্দমূলাদি পুড়িয়া বাহির করে : তীর-ধনুক বা লগুড়াদি ও ফাদের সাহায্যে পশুপক্ষী শিকার করে ; বাধ পাপিয়া ও জল-সেচন করিয বা আবদ্ধ জলে বিল প্রয়োগ করিয়া মাছ ধরে, এলং সুকৌশলে বৃক্ষ বা পাহাড় গাত্র হইতে মেীমাছিব চাক ভাঙ্গিয়া মধু-সংগ্রহ কবে । এই সমস্ত উপায়ে ই হার কায়-ক্লেশে কোনও মতে জীবিকা-হাজ্জন করে, এবং কখনও কখনও বা খাদ্যাভাবে আৰ্দ্ধ অনশনে ও কচিৎ অনশনে দিন যাপন করিতে বাধ্য হয । ভবিষ্যতের চিন্তা ইহারা সাধারণত: মনে স্থান দেয না বা দিতে পারে না। আর ভবিষ্যতের জন্য পাদ্য-সঞ্চয় করিবার সুযোগ ও ই $1দের পক্ষে বিরল । সাধারণত: ইহার কৃষিকার্য্যে অনভিজ্ঞ বা অপটু ৷ এমন কি কুকুর ভিন্ন অন্য কোনও পশুপালনে ও ইহারা সাধাণতঃ অনভ্যস্ত। তবে কাডার জাতি পশুপালন করিতে জানে । -