পাতা:শিশু-ভারতী - অষ্টম খণ্ড.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

德→→*→→→→→ ধার কমিয়া গেলে এ কুঠার পওয়া চলিবে । সাবাদিন কাজ করিয়াও তাহারা গাছ কাটিয়া ফেলিতে পারিল না। এত কঠিন লে গাছ। গাছের ছাল একটু মাত্র কাটিতে সমর্থ হইল। তাহদের তখন পৰ্য্যন্ত কোনও অনিষ্ট হইল না দেখিয়া তাহারা স্থির করিল অনির্দিষ্ট দেবতা বা দৈত্য তাহদেব উপর অসন্তুষ্ট হন নাই। ইছাতে তাছাদের ভয় কমিধা গেল, ধৈর্য্য ধরিযা কাজ কবিলে সুবিধা হইবে এই ধারণা তাহাদেব হইল। পলদিন প্রভাতে আবাব তাঙ্গারাগাছ কাটিতে আসিল। আলিয। যাহা দেখিল, তাহাতে সকলে বিক্ষিত, ভীত ও স্তম্ভিত হইয়া গেল। গতকল্য গালাদিন পরিশ্রম কবিয ৩া৯ারা যতটুকু কাটিতে সমর্থ চচমাছিল, সে সমৃদশ পুণবয ভবিষ উঠিযছে, কেউ যে পাপনও কটনছিল, তাeব কোনই চিঙ্গ নাই। কাঠপিপাদেশ অনেকেই ভসে গাছেল কাছে অগ্রসব ইষ্ট৩ে সাচস পাচল না। কিন্তু কি কলিপে, কযেকজন • ছম মলিবে, কিন্তু মানবকুল 'ত রক্ষণ পাইলে ; এই চিন্ত। কপির্যা তাছাপা গছ কাটিতে আলপ্ত করিল ও পুপদিনে মত ছাল ও কাঠের একটুকু কাট। ৮ই তেঃ বাত্রি হইযা গেল, পরদিন সকাল পেলাম যাচধা তাছালা দেখে, গাছের পূর্বাবস্থা, কেউ কোনও দিন ধে কাটিয়াছে, তাছার চিঙ্গ পর্য্যন্ত নাই। কাছারও কোন ক্ষতি না হওয়ায় তাহাবা গাছ কাট চালাইলে ইছা স্থির কবিল। কাঠবিধাবা প্রতি প্রভাতে যায, সারাদিন গাছ কাটে, পরিশ্রাস্ত হইযা বাত্রিতে ফিবে, আশার প্রভাতে যাইযা দেখে, আদ-ই-আই স্থিব দাড়াইয়া আছে, তাহার গাগে কাটার কোন চিহ্ন নাই। শেষে কাঠুরিযাদের বিরক্তি বোধ হইল, পৃথিবীর কপালে যাহাই থাকুক, ইহ। তাহদের সাধ্যাতীত বিবেচনা কবিয়া তাহাবা নিরস্ত হইবে স্থির করিল। একদিন দুঃখিত মনে তাহারা বসিয়া বসিয়া ভাবিতেছে, এমন সময় ধূসর বর্ণের একটি ক্ষুদ্র পাখী তাহাদের কাছে প্রথমে কিচির মিচির করিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। অবশেষে সে কথা কহিল। সে কছিল, যে সে তাহদের সাহায্যের জন্ত আলিয়াছে। তাহাদের কোনও চিন্তা নাই। তাহারা +++ ജtf-♔1 ജബുri Հե-Գձ ধৈর্য্যধাবণ করিয়া কাজ করিলে কাজ মুসিদ্ধ হইবে। ক্ষুদ্র পাণীর এই বাচালতা দেখিয়া সেই হতাশার মধ্যেও কাঠুরিয়ারা না হাসিয়া থাকিতে পারিলন। পাণীটি ইহাতে কিছুমাত্র বিচলিত হইল না। সে বলিতে লাগিল—“তোমরা বুদ্ধিমান, তাহ মানি, কিন্তু বুদ্ধিমানেব কাৰ্য্য করিতেছ না। পুথিবীতে আমার অপেক্ষা ছোট পাপী নাই, কিন্তু সেইজন্ত কি জঙ্গলের গুপ্তকথা জানিতে পাবি না, ইছাই কি যুক্তিযুক্ত কথা। তোমবাও আই-ঈ-ই গাছ কাটিবার পূৰ্ব্বে জঙ্গলের গুপ্ততত্ব জানিতে পারবে।” এইপাল কাঠবিষাদেব মনে বিশ্বাস হইল। তাহারা উঠিয। তাহাকে নমস্কাৰ কপিল কি গুপ্ত কারণে তাছাদের এতদিনেব সমবেত চেষ্টা বিফল হইতেছে জানিতে সবিনযে প্রার্থনা কলিল। এইবাব পক্ষী কঠিল কোনও অলৌকিক শক্তিতে গাছের কর্তিত অংশ পূবিয উঠে না। গেষ্ট বু৮ং ব্যাঘ্র "উল্লা” আমিযা বাণিতে কৰ্ত্তিত অংশ চাটয় ষায, তাহাতেই উছ। ভলিশ উঠে। সে এই গাছের ছাযায় গুপে বাস করে। গাছ যাছতে বাচে, তাহলে সেই চেষ্টা । গাছেব ৬াযlয অন্ধকালে শীকার ধবিবাবও তাহার খুব সুবিধা। ইহা শুনিয়া কাঠবিয়াদেব প্রাণে আনন্দ ফিরিয়া আসিল। তাহাল নলীন উৎসাহে আবার গাছ কাটিতে আবহু করিল। রাত্রি হইল। এদিন আর তাছাবা ধাবাল কুডালগুলি ফিরাইয়া লইয আসিল না। গাছের চারিদিকে কুড়ালের মুখগুলি বাছিবের দিকে খাড়া করিখ রাখিয়া গেল। বাত্রি বেলায় ঠিক সময ব্যাক্সপ্রবর আসিয়া চাটিতে কুঠারে তাহার জিঙ্কবা কাটিয়া ঝর ঝর করিযা রক্ত পড়িতে আরম্ভ করিল, যন্ত্রণায় কাতর হইয়া সে পলায়ন করিল। তারপর ‘ইউল্লা” আব কোনও দিন আইঈ-আই চাটিতে আসে নাই। কাঠুরিয়ারা ক্রমে ক্রমে গাছ কাটিয ফেলিল। পৃথিবী রক্ষা পাইল । সকলে স্বৰ্য্যের মুখ দেখিয়া বাচিল । ধনধান্তে পৃথিবী ভরিয়া উঠিল। সকলেই মুখ শাস্তিতে বাস করিতে লাগিল। একটা পাখী সমস্ত পৃথিবী রক্ষা করিল। বুদ্ধিতে যে বড়, সেই বড়, বয়সে কিংবা দেখিতে ছোট বড়তে কিবা আসে যায়।

  • 一崇

تمام مم