পাতা:শিশু-ভারতী - চতুর্থ খণ্ড.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - সাহস, লাহুবল, প্রতিভা ও স্বদেশানুরাগের ফলে সম্ভব হইয়াছিল । ৭৮ খৃষ্টাব্দের কাছাকাছি গৌতমপুত্র ক্ষই বাত বংশ ধ্বংস করিয়া ভ্ৰষ্টরাজা পুনরুদ্ধার করিয়াছিলেন । এষ্টরূপে মহারাষ্ট্র বিদেশীয় বৈরীর কবল হইতে মুক্তিলাভ কবিয়ছিল। এই স্বাধীনতাসমরের পিজয় বার গৌতমীপুত্রের শাসনে মহারাষ্ট্র দেশ সমৃদ্ধ ও হাজেয় হইয় ছিল । গৌতমপুত্র শাতকর্ণার তুইটি লিপি নাসিকে পাওয়া গিযাছে । এই দুইটি লিপিই একটি গুফার বারাণ্ডার পুপপ, fদকের ভিত্তিগাত্রে পোদিত আছে । গুফাটি গৌতমীপুত্র ভদ্রযানীয় সম্প্রদায়ের বৌদ্ধভক্ষদের বাসেব জন্য নিৰ্ম্মাণ করাচতে আরম্ভ করিয়াছিলেন । প্রথম লিপিটি তাহার রাজত্বের অষ্টাদশ বর্ষে ধোদি ত হইয়াছিল। দ্বিতীয়টি চতুলিবংশ ধর্মে উৎকীর্ণ হইয়াছিল। গুফাটির নিন্ম।া কায। গৌতমীপুত্র শাত কণীর পুত্র বাশিষ্ঠ পুত্ৰ পুলোমায়ার রাজত্বের উনবিংশ পৎসরে সুসম্পন্ন হইয়াছিল। সমাপ্ত হইবার পর, গৌতমীপুত্রের জননী অাৰ্মা গৌতমী-পলশ্র৷ গুফাটিকে উৎসগ করিয়াছিলেন । এষ্ট ঘটনাটি অার একটি লিপিতে বৰ্ণিত ত য়াছে । আমরা এই লিপিটি হইতেই গৌতমীপুত্রের বিজয় কাহিনী অবগত হই । গৌতমীপুত্র অশিক, অশ্মক, মূলক (দক্ষিণাপগের দেশবিশেষ), স্তরাষ্ট্র (দক্ষিণকাঠিয়াবাড়), কুকুর (রাজপুতানার অংশবিশেষ), অপরাস্ত (কোঙ্গনের উত্তর ভাগ), অনুপ (নৰ্ম্মদার নিকটবৰ্ত্তী দেশবিশেষ), আকরাবন্ত (পূৰ্ব্ব-মালব), বিদর্ভ (আধুনিক বেরার) প্রভৃতি দেশের অধীশ্বর ছিলেন । তিনি যে কেবল বীর ছিলেন, তাহাই নহে । তিনি অশেষ গুণের আকর ছিলেন। তিনি স্থপণ্ডিত, আচারবান, সুদক্ষ, প্রজাপালক ছিলেন ও বিদেশীয় রাজাদের প্রভাবে


> 8brՎ, •-िथ्s प्झठान्छाप्छौँ .حماسه. وم---مسمــمـسمسمسم প্রাদুর্ভূত বৰ্ণসঙ্কর প্রতিরোধ করিতে সমর্থ তই য়াছিলেন । র্তাহার রাজত্বকাল প্রায় ৬• খৃষ্টাব্দ হইতে ৮৪ খৃষ্টাব্দ পর্য্যস্ত ধর। যাইতে পারে । অবশ্য ইহা অনুমান মাত্র । গৌতমী পুত্র শতিকণীর পুত্র বাশিষ্ঠ পুত্র পুলোমায়া পিতৃসিংহাসন অধিকার করিয়া ছিলেন । শাতবাহন সাম্রাজ্য পুনরায় বহিঃশত্রর দ্বারা আক্রান্ত হইয়াছিল ; আর একটি ক্ষত্রপবংশ উজ্জয়িনীতে স্থ প্রতিষ্ঠিত তই যাছিল । এই ক্ষত্রপবংশের প্রতিষ্ঠাতা চষ্টম । ইতিহাসে চষ্টন-প্রমুখ ক্ষত্রপদিগকে «f-5-; + z» (Western Satraps) Ast হইয়া থাকে। ঢষ্টন পোধ হয় প্রথমে কুশান সমাটের অধীনে থাকিয়া জয়যাত্র আরম্ভ করিয়াছিলেন কিন্তু শীঘ্রই স্বাধীন গুইয়া মালব, গুজরাট ও কাঠিয়াবাড় প্রদেশে স্বীয় রাজা বিস্তার করিয়াছিলেন ও “মহাক্ষত্রপ’ এই উপাধি গ্রহণ করিয়াছিলেন । চষ্টনের কাল ৮৬ খৃস্টাব্দ হইতে ১১০ খৃষ্টাব্দ পর্যাস্ত ধরা যাইতে পারে ইনি পুলোমায়ীর সমসাময়িক ছিলেন—একথা কেবল অমুমানের উপরই নির্ভর নহে । টলেমি নামক একজন গ্ৰীক জাতির ভৌগোলিক একখানি ভূগোলের গ্রন্থ রচনা করিয়াছিলেন । এষ্ট গ্রন্থ হইতে ভারতবসের বিষয়ে অনেক ভৌগোলিক তথ্য অবগত হওয়া যায়। টলেমি ১৬৩ খৃষ্টাব্দে মারা গিয়াছিলেন । তাতার গ্রন্থের রচনাকাল ১৫৩ খৃষ্টাব্দ । তিনিই বলিয়াছেন যে, যখন সিরোপোলিমিওস পৈঠান নামক স্থানে শাসন করিতেছিলেন, তখন টায়াষ্টিনিস ওজান নামক স্থান শাসন করিতেন ; অর্থাৎ শ্রীপুলোমায়ী যখন পৈঠানে রাজত্ব করিতেন, তখন চষ্টন উজয়িনীতে শাসন করিতেন । এই চষ্টন পুলোমায়ার নিকট হইতে অনেকগুলি প্রদেশ জয় করিয়াছিলেন । পুলোমায়ী অন্ততঃ ২২ বৎসর রাজত্ব করিয়াছিলেন । তিনি পৈঠান -