পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- অবুঝদের হাত থেকে ত বাচাতে হবে ? এখন কি উপায় করা যায় ? কেননা, তাদের দেশের মাথা গিনি সেই মোড়ল তিনি রইলেন অবুঝদের দলে । এমন সময় লেখালে বুড়ে হিঙোহেtঙা এলে পড়গেন। তিনি দেব তাদেব ঈগলের বাসায় সব প্রথম দেখেছিলেন। তিনি সবাইকে বুঝিয়ে বললেন গে, তান তাদের দেব তা দুজনকে বাচাবার উপায় ঠিক্‌ করবেন ; তাদের সে বিষয়ে ভাব বার কোনে। দরকার নেই। তিনি তখন নিজে গেলেন অহিঙ+াক আর পিসি মালির কাছে। তাদের বললেন, “যদি বঁlচতে চাল অ বুঝদের হাত থেকে, তো কোথাও লুকিয়ে পরে পড়ুন আপনারা। আমি এখন না হয় কিছুদিন আপনাদের আমার বাসায় লুকিয়ে রাখতে পারি। বরং গোপনে কথন সখন পথে ঘাটে বের ছলেন। তাতে কিছু ভয় থাকবে না। সিলিমাসি তা’ শুনে বললেন— “আমরা হক্‌ ম’ তাই করি। তাতে যদি যাই মরি। তবু তায় নাহি ডরি। হক্‌ হ’লে ঠকে না। হক্‌ কথা ঢাকে.না ।” বুড়ো হিণ্ডোহোঙ অনেক ক'রে তাদের দুজনকে বোঝালেন। তখন আছিঙক্ষণক আবার বললেন— হককে হঠাতে পারে হিম্মং হেন। ছনিয়ায় কাবো নাই এটা ঠিক জেনে ॥ ছাহ চাপা আগুনে ঢেকে বসে থাক । পড়হে যে হবে তাতে, মনে জেনে রাখ৷” তখন বেচার বুড়ে। কাজে কাজেই তাদের নিজের বাড়ীতে রাখবার যোগাড় করলেন। তারাও তাতে द्रtछौ ९८णन । 8 কিছুদিন ৰেশ মারামে বুড়ে। হিঙেttহাঙার বাড়ীতে অহিঙক কি আর সিলিমাসি বাগ করবার পর দলে দলে কা তারে ক। তারে অবুঝদের দল লাঠি পোট। তীর ধন্থক নিয়ে বেরোল তাদের দুজনকে বধ করতে । বুড়ে হিণ্ডোহোঙার বাড়ীতে যে তারা দুজন ডেব গেড়েচেন, সে খবর অবুঝদের জানতে আর বাকি রইল না। কেননা, তার বাড়ীতে দলে দলে অহিগুলিলের দল তাদের গুরু দু’জনের মুখে উপদেশ শুনতে জমায়েং হোতে। সে খবর অবুন্মের সবাই জেনে গিয়েছিল । বুড়ে দেখলেন ~ि*●-●ान्झष्टौ মহা বিপদ! কি ক’রে দেবতা লিমিঙবোঙার ভাই দুটিকে অবুঝদের হাত থেকে বাচাবেন। অহিঙসিসেবা বুড়োর মনের ভাব বুঝতে পারলেন তাকে কিছু না বলেই খুব সাহস ক’রে অবুঝর র্তাদের মারতে সেখানে যেই এল, অমনি তাদের সামনে এগিয়ে গিয়ে তায় দাড়ালেন, আর মুখে কেবল আওড়াতে লাগলেন : “মার দিয়ে কি মারতে পার লততি যা তার আছে। ছাইয়ের মাঝে আগুন শিখা মরে ও সে যে বঁাচে ৷” তীরের খোচা, শূলেব খোচা, ও মা ! সবই যে তাদের গায়ে তুলোর গাদার উপর পড়লে যেমন হয় বিঁধেও বিখলে নী-ফসকে পড়ে.যেতে লাগল। তাবা দিবারাত্র ধরে তিন দিন তাদের দুজনকে খুচিয়ে খু'চিয়ে একটুও আঘাত করতে পারলে না। তখন তার হাব মেনে মাথা ইেট কলে যে-যার ঘরে ফিরে গেল। o অবুঝের দেখলে আর কোনো উপায়ই নেই, উপদেবতা দুটিকে নিধন করবার । অথচ দেখতে দেখতে অহিগুfপসের দল বেড়ে চলেচে । অনেক বড় বড় শেঠ ধনী সদাগর জমিদার তাদের দলে গিয়ে জুটল। তাব যখন তখন অহিঙসিসের দলের লোকেদের কাছে তাদের দেৰতা হুজনের অলৌকিক নানা রকমের কাহিনী শুনতে লাগল। তারা শুনলে যে, ঐ দুজন উপদেবতা নাকি অাকাল হবে জেনে কি একটা শোলোক আউড়ে দিতেই জল এসে গেল। ধান আনাজপাতিতে দেশের খেত-খামার ভরে গেল। আবার নাকি কোনে। একটা মড়ার গায়ে দুজনে হাত ঠেকাতেই সেটা নাকি বেঁচে গেল । এমনিতর অনেক আজগুবি কথা শুনতে লাগল। তার অহিঙসিসের দলেব কাছে যত এই সৰ আজগুবি কথা শোনে, ততই যায় চোটে। কি যে করবে তা" আর ভেবে পায় না। অবশেষে মৎলব করলে যে, তাদের ভিতর একজন অবুঝ অহিগুলিলের দলে গিয়ে যোগ দেবে ; তার পর কিছুদিন পবে সুযোগ বুঝে উপদেবত। দুজনকে বাড়ীতে খেতে ডাকবে। আর সেই সুযোগে তাদের মাটিতে পুতে ফেলবে । যা ভাবা তাই কর। অবুঝ হিমাঙদেড়ো গেল বুড়ে ছিঙোহোঙার বাড়ী, আর গেল তিনজন তার Խ-հ8 -- -محمص مسمت مسمسمحمد