পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - - - - - - - - - - - --- জনপ্রবাদ বরাবব চলিলা আলিতেছে। পূৰ্ব্ব পৃষ্ঠায় তাহার এক পানি ছবি দেওধা হইল । চোমারেপ যে-কাধা আজ জগতের লোকেল কাছে এত আদর পাইতেছে, সে*কাবা সেকালে গিগিত অৰস্থায় ছিল না। লোকে মুখে মুখে আবৃত্তি কপিত, গান গাহিত । এইভাবে বৎসবের পর বৎসব হই। চলিয়া আসিয়াছে। তাল পর যখন লিখিত হয়,তখনও অনেক দিন পর্যাও অস্তুত: ১ • • • এক হাজাখ বৎসর, উছা হয় ত কোনও লাইব্রেরীর এক কোণে অযত্নে ধূলা-বালিতে আচ্ছন্ন হুইস পড়িসাট্টিস -পরে এক শুভদিনেপেই পূলি-ধূসবিত পুথির পাতা জ্ঞানীসমাজের কাছে আদর লাভ করিয়া,দশ বিদেশে প্রচারিত হল। •िखs-पछान्द्वाप्छौ -- - - ! --- ইংরাজ কবিদের মধ্যে পোপ (Pope), কাউপার (cowper), চাপমেন (Chapmon), উইলিয়ম মরিস (William Morris) এবং অবিও অনেকে ছোমারের সেই গ্ৰীকৃ ভাষায় লিখিত কাবা-কাহিণী ইংরাজী ভাষায় অনুবাদ কনিয়াfছলেন । এইরূপে নানা ভাষায় অনুবাদ হওয়াব ফলে হোমাবের অমর কাবা ইলিয়াড ও ওডিগীর গল্প পৃথিবীর সব দেশের লোকের কাছেই পরিচিত। এখানে ইমারের যে ছবিখানি দেও। হুইল ইহা কিন্তু ছোমারেব প্রকৃত ছবি নষ্টে । । গ্ৰীক ভাস্কবের। পরবর্তী কালে eোমারের যে কাল্পনিক) মুক্তি গড়িধাছিলেন ইহ। তাছাবই ছবি। তাণ্ডকাল । অনেকে মনে করেন যে আড়াই হাজার বৎসর পূৰ্ব্বে ছোমারের কাব্য বিবচিত হইঘছিল। ইলিয়াডের গল্প প্রথম, ইলিয়াডের গল্প শোন। শোনপাল - - * ----- o - *. o o - - - o, -- - - 'o- * - - হলেন আগের কিল্প ইলিয়ডে এই কথাটিব অর্থ আমাদের জানা দরকাল । টুয়েন নাম কি, তোমধ। কখনো শুনেছ? এশিয়া-মাইনরের প্রাস্তে সমু.দ্রর তীরে ট্রোজ। বলে একটি দেশ ছিল । তারই রাজধানী ছিল দয়। গ্ৰীক ভাষায় কিন্তু এর নাম ছিলইলিয়াম । ইলিয়ামে যে সব ঘটনা ঘটেছিল, তাই অৰচম্বন ক’রে রচিত হয়েছে বলেই কাৰাটির নাম "ইলিয়াড়'। এই একটি গ্ৰীকৃ শব্দ-যার অর্থ 'হলিয়ান সম্বন্ধে” । ইলিয়ামে ট্রোঙ্গানদের সঙ্গে গ্রীকদের যে ভয়ানক যুদ্ধ হয়, তারই কাহিনী নিধে দেখাহয়েছে এই ‘ইলিয়াড’। অবগু এই যুদ্ধের কতখানি সতা, আর কতখানি কবির কল্পনা, তা একেবারেই ঠিক ক'রে বলা যায় না। ট্রয়ের রাজা ছিলেন প্রায়ান। তাৰ ছিল দুটি ছেলে, হেক্টর এবং প্যারিস। হেক্টল ছিলেন যেমন বড় বীব, প্যারিস ছিলেন তেমনি দেখতে অতি সুন্দর। সেই সময়ে গ্রীস দেশে স্পট" নামে একটি রাজ্য ছিল । মেনেলাস ছিলেন তার রাজা । মেনেলাসের রাণী, হেলেন, ছিলেন অপূৰ্ব্ব স্বন্দরী। সৌন্দর্ঘ্যের জন্ত তিনি জগতে বিখ্যাত ছিলেন। একবার প্যারিস ট্রয়ের দুঙ হ’য়ে কোন কাজে স্পার্টায় যান। মেনেলাস সে-সময় দেশে ছিলেন না। হেলেনের সেই আশ্চর্ষ্য রূপে মুগ্ধ হয়ে প্যারিস তাকে বন্দী করে নিয়ে ট্রয়ে পালিয়ে যান। মেনেলাস ফিরে এসে খবর শুনে ভয়ানক ক্রুদ্ধ হ'লেন। গ্রীস সেই সময়ে অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। তখনি দুত পাঠিয়ে মেনেলাল রাজাদের আহবান করলেন। Տ օե --