পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওডিসনী ছেড়ে দিয়ে গ্রীকরা কৌশল অবলম্বন করলে। গ্রীকদের সঙ্গে ছিলেন ইপাকাব রাজা ইউলিসিস। যেমন বীৰ্য্যের জন্য,তেমনি অসাধারণ প্রখর বুদ্ধির জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। র্তাবই পবামর্শ অনুসাবে গ্ৰীকৃর কাজ শুরু কবলে । গাছ থেকে কাঠ কেটে এনে তারা বসে বলে একটা প্রকাণ্ড কাঠের ঘোড়া তৈরী কল্পে। এই খোড়ার ভিতরে তাদের কয়েকজন বিখ্যাতযোদ্ধা লুকিয়ে রইল। তারপল এই লোড়াটিকে টুয়ের দ্বাবের সম্মুপে বেথে তাল। এমন ভাব দেখালে যে, তারা চলে যাচ্ছে। তাই দেখে, গ্ৰীৰ বা চলে গেল ভেবে, ট্রোজানরা সাহস করে বাহবে বেরিখে এল । সামনেই এরকম একটা প্রকাও কাসের ঘোড়া পড়ে বয়েছে দেখে তাদেব ভাবী মঞ্জ। পাগল টানতে টানতে সেটাকে তারাসবাই মিলে নগরপ ভি ওপে নিয়ে এল। এতকাল পরে যুদ্ধ শেষ হ'সেছে। শত্ররা অবরোধ তাগ করে ফিরে গিয়েছে। সারাদিন তাই টম নগরীতে উৎসব চলুতে লাগল। রাত্রিপ অন্ধকারে লুকিযে কখন যে। গ্ৰীকৃবাচুপিচুপিদিবে এসে দ্বাবে অপেক্ষা করছে, তা আর উৎসব-মত্ত টুয়বাসীরা কেউ দেখেনি। অনেক রাতে উংসব-কাপ্ত সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সেই সমণে ঘোড়ার ভিতরে যাব লুকিয়েছিল,তারা ধীরে ধীরে বাইরে বেবিয়ে এসে দুগদার খুলে দিল । সেই খোল দ্বার দিধে পবেশ করে গ্ৰীকবা ভীষণভাবে দোজ্ঞানদের আক্রমণ ক -গ। ট্রোঞ্জাম্বা ভাল কবে চোখ মেলে চাহবারও সমx পেলে না। গ্ৰীকৃব। ট্রয় ৭গধী অলি কবি করে খেলেনকে উদ্ধাব করে নিল, ট্রণ বাসিগণের অধিকাংশই নিষ্ঠত হল। আ গুন জালিয়ে ও করা সমস্ত সহবটি ধ্বংস করে দিয়ে নিজেদের দেশে ফিরে গেল। ওডিসী ইলিধামের বিখ্যা ১ যুদেব শেষে যে ত উলিগিসের বুদ্ধিবলে গ্রীরা ট্রয় নগব জয় করলে, সেই ইউলিসিসেবই কাহিনী নিয়ে ওডিগী রচিত হয়েছে। ইউলিসিসের সীক নাম ছিল গুড়ি সীমদ। ৪ঢ়ি দাঁটসেল সম্বন্ধে লেখা বলেই বইখানার নাম ওড়িসী। দশ বৎসর যুদ্ধের পরে ট্রয় জয় ক’রে গ্রীক রাজার তো যা-যার দেশে ফিরে চললেন। ওডিসৗসুস্ ও নিজের সৈন্ত এবং জাহাজ নিয়ে দেশের দিকে ধ।এা করলেন । দশ বছর হ’ল বাড়ী ছেড়ে এসেছেন । রাণী পেনিলোপ তাব পথ চেয়ে আছেন, ছেলে টেলিমেকাস কত বড় হয়ে গিয়েছে - এদের সবাইকে দেখবার জষ্ঠ যে তার মন কিরকম উৎসুক হুসে উঠেছিল,তাতে। বোঝাই যায়। কিন্তু মানুষের আশাআকাজ। কি আবে সবই সফল হয় ? ইউলিসিসেৰ এ বাড়ীফিরে যাবার সেই একান্ত আকাঙ্ক বহুকালের জন্ত স্বপ্নই রয়ে গেল । প্রচণ্ড ঝড়ের বেগে পুল পথে গিয়ে, কত অজান। জায়গায় ঘুরে, কত বিপদের মাঝখান দিলে ঘর-ছাড়া ওডিসীয়ুস আবার যখন নিজের ঘরে ফিরতে পারলেন তখন ট্রয়ের যুদ্ধের পরে আরও দীর্ঘ দশটি বছর অতীত হয়ে গিয়েছে। এই দীর্ঘ-কাল-ব্যাপী বিচিত্র ভ্রমণ-কাহিনী এবং ভ্রমণ অস্তে ওডিণীয়ুসের গৃহে প্রত্যাবগুন—ওডিসীতে ふ>> তারই লি? ত বর্ণনা রযেছে । কাহিনী গুলি সব এখানে পর্ণন করা সম্ভব নণ, শুধু কয়েকটি বলছি। বড় হয়ে তোমরা সবগুলি পড়ে দেখে। স্ন্ধের শেষে ইথাকার দিকে যালো করার সঙ্গে সঙ্গে হ ড় ভাগা ওডিসাণসেব বিপদ আপগু হল। প্রবল ঝড়ে জাহাজ উড়িয়ে যে সমুদ্রেপ কোথায় কতদূর নিয়ে ফেলুল,ত আর নাবিকরা কিছুতেই ঠিক করতে পারল না। চাৰিদিকে শুধু জল । দিনের পর দিন কেটে যাচ্ছে, কোথাও আর মাটী দেখা যায় না। ক্ষুধা-চঞ্চাশ গগন সবাই অপৗবইয়ে পড়েছে, এমন সময় হঠাৎ তীর দেখা গেল। সপাই মিলে সেখানে নেমে পড়লেন। যুদ্ধ কহে,সেখানকার অধিবাসীদের তাড়িরে দিযে সকলেমিলে দুখন খুব অীমোদে মত্ত হয়ে আছে সেই সময পরাজিত দেশবাসীরা ফিরে এসে হঠাৎ তাদের আক্রমণ করে বেশীর ভাগ লোককেই হত্যা করলে। মাত্র অল্প কয়েকটি অবশিষ্ট অনুচর নিয়ে ওডিলীযুস্ বহু কঙ্গে জাহাজে পালিয়ে এসে রক্ষা পেলেন। অtৰাধ জাহাজে চড়ে ভাস্তে ভাসতে সৰাই মিলে এক অজন দ্বীপে এসে নামলেন। এদিকে ওদিকে সুবেবেড়াতেবেড়াতে সামনে দেখলেন একটা প্রকাও গুহ রয়েছে। ভিতরে ঢুকে দেখা গেল, বেশ পরিষ্কার, পরিচ্ছন্ন, সাজান—বড় বড় পাত্রে ভবা রয়েছে দুধ । দেখেই মনে হয় যে, নিশ্চয়ই এখানে به جام جم - جمهجه مهم - متمام f