পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

fਛੋਂ মহাদেশ আছে—সেই মহাদেশকেই এখন আমরা আমেরিকা বলিয়া অভিহিত করি। কলম্বস স্পেনে ফিরিয়া আসিলে দেশের লোকে বা তাছাকে অত্যন্ত সন্মানিত করিয়াছিল। ইহার পরও আবার কলম্বস্তিনবার সমুদ্র যাত্রা করিয়াছিলেন। ঐ সময়ে তিনি টনিডাড (Trinidad) আবদার করেন। লেবারেই তিনি দক্ষিণ আমেৰিকার তটরেখা দেখিতে পাইয়াছিলেন। তাছাব এইরূপ নুতন নুতন দেশ আবিষ্কার এবং দেশের লোকের কাছে প্রীতি ও শদ্ধা লাভ করাটা অনেকেই ভালভাবে দেখি না, এজন্ত এক দল লোক ঠহার শক্ৰ হুইয়াছিল । দ্বিতীয়বার সমুদ্র-যাত্রা সময় কলম্বসের একদল শত্ৰু -


কলম্বস। কলম্বসের নিজমুখে বর্ণিত ভ্রমণ-কাহিনী আমার ছেলেবেলার কথা সবটাই যে বেশ ভাল ভাবে মনে আছে, তা নয়। তবে এ কথাটাই বেশ ভাল করে মনে আছে যে, ছেলেবেলায় আমি সমুদ্র দেখতে খুব ভালবাস্তাম। আমাদের বাড়ীর কাছেষ্ট ছিল সমূদ্র । সমুদের নীল জলে ঢেউয়ের পেলা, তার অনন্ত বিস্তার, আর তাব বুকে দুর-দেশান্তরে যে-সব জাহাজ ভেসে যেত, সে সকলের দৃশু আমি উৎসুক ভাবে পরম কোঙ্গলের সহিত দেখতাম। আমাকে কোণা ও গুজে না পেলে আমার ভাইয়েরা আমাকে বরাবল পুজিতে আস্ত সাগরের তীরে । আমি

  • "

- - - - - - * . - - SCS AAAA S AAAAA AAAAS AAASASASS « سست . سپس سامسگسسد مس در কলম্বস স্পেনের রাজপতাকা প্রোথিত করিলেন পক্ষীয় লোক র্তাহাকে বন্দী করিয়া শিকল দিয়া হাত-পা বাধিয়া স্পেনে প্রেরণ করিয়াছিল। রাজদববার হইতে মুহূৰ্ত্ত মধ্যে র্তাহীকে মুক্তি দেওয়৷ হয়। কলম্বস্ বুঝিতে পারিলেন যে, তাহার সৌভাগ্যের দিন অন্তহিত হইয়াছে। রাজ্ঞী ইসাবেলার মৃত্যুর পর রাজা ফাদিনান্দ আর তাহাকে কুপার চক্ষে দেখিলেন না। ১৫৯৬ খৃষ্টাব্দে ভগ্নস্বাস্থ্য ও ভগ্নহৃদয় লইয়া কলম্বস পরলোক গমন করেন। कशषन् ब्रिग्ना भिग्नाtझ्न किङ्ग ७३ मिडौद् বীরের অসাধারণ আবিষ্কার-কাহিনী পৃথিবীর ऐठिश्tcन श्रभद्र झहेग्र1 प्रश्ध्निाटछ । به مناهمنامه به همه مهم م. م. مامه-4 మరిన নাবিকদের কাছে তন্ন তন্ন করে দেশ-বিদেশের খবর নিতাম। জাহাজের কোন অংশটির কি নাম, কোন পালটি কি ভাবে খাটাতে হয়, বাতাসের গতি কথন কোন ঋতুতে কিরূপ ভাবে পরিবর্তিত হয়, এইসব নানা খবর তাদের কাছ থেকে জেনে নিতাম, তারা ও একটি ছোট কৌতৃংগী বালকের কাছে তাদের জীবনের স্বথদুঃগ, দেশ বিদেশের কাহিনী, লোকজনের কথা বলে বেত, আমি নিৰ্ব্বাক কৌতূহলে সব শুনে যেতম । भाभाद्र भtन रठ श्रामि७ ठ|tनद्रशे ७क छन ३tग्न स्रन* সাগর মাঝে তরী ভাসিয়ে দিয়ে নুতন নুতন দেশে চলে যাই না কেন ? জেনোয়া (Genon) বন্দরের এমন اصلاحاتحصحیح----------------------------- بہ۔۔یہ۔۔م۔م۔-م---------