পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - - ------ হইল জোতন টিম (Jotun heim) বা দৈত্যপুণী । এই দুর দৈত্যপুরীতে আবার দৈ তাদের বংশ বুদ্ধি পাইতে লাগিল, আবার দেবতা ও অন্তরের মধ্যে যুদ্ধ অনিবাৰ্গা হইয়া উঠিল । এদিকে ঘামিরের মৃত্যুর পর দেবতারা দেখিলেন যে, চারিদিকে অনন্ত শক্ত আৰ অন্ধকার কমাসকেবল আগুন আল ববকের লডাঠ ৷ সৰ্ব্বদ। কি কাহারও একই রকমের দৃপ্ত দেখিতে ভাল লাগে ? তখন দেবতারা স্থির কfরলেন, সীমিরের দেহ হইতে নুতন করিয়া এক সুন্দর জগৎ স্বষ্টি করিবেন। য়ামরের বিশাল দেখ হইতে র্ত। হার গাছপালা, নদ-নদী পাহাড়-পৰ্ব্বত কষ্টি করিবার জন্য উদ্যোগী হইলেন । এই রূপ সঙ্কল্পক রিয়া দেবতারা সকলে মিলিয়। মিলের বিশাল দেহটাকে গড়াইয়। গিন্ন গ৷ গাববে আনিয়াফেলিলেন তাছাতে গঙ্গারটা বুজিছা গেল এবং স্বষ্টিরক্ষারও ব্যবস্থা হইল। স্ট্রীমিরের প্রক্তে সমুদ্রের স্তষ্টি হইয়াছিল, উহার মাংসে হইল মাট হাড়ে আর দাতে হইল পাহাড়-পক্স ৩.চুল-দাড়ি হইল গাছপালা মাথার नृनिदीद यश्व থোলট ইহতে ংহণ বিরাট আকাশ, আগুনের দেশের কথা তোমাদের মনে আছে, সেখানে সেই যে সুতর নামে দৈত্য থাকিত, সেইখানকার আগুনের ফিনক দিয়া চন্দ্র, স্যা ও তারকার ভুবন মোহন রূপের প্রকাশ হইল। য়ামিরের মাংস পচিয়া যে পোকা ধরিয়াছিল, সেই পোকা হইতে দেবতার। ভূত, প্রেত, পরী, বামন এ সকলের সৃষ্টি করিলেন । পরীরা হইল স্বষ্টির অপরূপ প্রতীক , তাহার আকাশে বাতালে উড়িয়া বেড়ায়, চাদের জোছনায় খেলা করে. প্রজাপতির পাখাঘ ভ রকরিয়া ফুলের কলি ফুটাইয়া দিয়া ফুলের হাসির মত মুখখানি দেখিয়৷ উড়িয়া পালায়, আর মামুষের উপকার কবে । ভূত, বামন, প্ৰেত ইহারা থাকে মাটিল নীচে পাতালপুরীতে সেখানে তাহারা ধন রত্ন, মণি-মাণিক্যের সন্ধান রাখে আর রাত্রি কালে লোকের অনিষ্ট করি বার জন্য বাহিরে আসে। দিনে তাহারা যদি পাতাল পুরী হইতে মাটির উপর আসে, তাহা হইলে তাহার। পাষাণ হইয়া যাইবে, দেবতাদের এইরূপ অভিশাপ আছে । দেবতারা এশ (Ash) নামক রজত ধূসর বন্ধনৰিশিষ্ট অরণ্যতরুর এক খণ্ড কাঠ লইয়া পুরুষ স্বষ্টি করিলেন এবং আলডার (Alder) গাছেৰ এক খণ্ড কাষ্ঠ লইয়া স্মৃষ্টি করিলেন নারী-মুৰ্ত্তি। পুরুষের নাম লঙ্কওপ্লে পপুৰুরাণ দিলেন আস্ক ( Ask ) এবং নারীব নাম দিলেন পৰম ও এমর (Embla) । এই প্রথম নর ও নারী নারী হইতেই পুথিবীর সমুদয় নরনারীর উৎপত্তি হইয়াছে। মানবজাতির বাসস্থানের নাম ইল মিডগাড় Midpard) বা মান-হাইম, (Mana heim) 1 vt-ii-*t*t** btfafræ c*fsx অসীম অনঙ্গ সাগর। এই সাগরের স্থদব দুরে জোতন হাইম ব দৈ তাপুরী । দৈ তার যtছাতে মামুসেল উপর কোন ও অত্যাচার বfরতে না পারে, সেঙ্গ জন্য দেবতার, ফুীমিলের ল দি। প্রকাও বর ফেল প্রাচীর শুৈযারী কলিয়। বাখয় ছন । গ্ৰগম ওডিন দেবতারা এই সমুদয় স্বষ্টির আগে নিজেদের থাকিবাব জায়গ৷ নিৰ্ম্মাণ করিয়াছিলেন। সেই স্থানেল নাম ছিল আসগার্ড (Asgard) বা স্বর্গ পুরী। এই দেশকে তাহারা স্বষ্টির নান৷ বৈচিত্রা দিয়৷ যেমন করিয়াছিলেন সুন্দর, তেমনি কবিয়াছিলেন সুরক্ষিত। আসগাডের রাজা ছিলেন বিশ্বপিতা। তাহার। օ ՑՏ