পাতা:শিশু-ভারতী - তৃতীয় খণ্ড.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--- তারপর রাজা কলের পার্থীকে কত অনুরোধ করে বল্লেন, তোমার গলায় আমি সোণার মালা তুলিয়ে দিয়েছি—তুমি আমায় একটি গান শোনাও। কিন্তু পার্থী নীৰৰ রইল। s রাজ। আসা ড যে বিছানায় পড়ে ছিলেন ঠিক এমনি সময় দূর থেকে সেই আসল বুলবুলেৰ কণ্ঠ শোনা গেল। পারে ধীবে রাজার দেহে শোণিত প্রবাহিত হ’তে লাগল। সেই সঙ্গীতের অপূৰ্ব্ব মুচ্ছন। শুনে মৃত্যু নিজে সোলাসে বলে, গা ও পাখী, গাও— তারপর চলে গানের পর গান—সে গাইল মন্দিরপ্রাঙ্গণের সাদা গোলপের গান—সে গাইল ফুলের --চালের লুল লুল - ԵՀԳ --- গন্ধের গান-সে গাইল শিশির-ভেজা ঘাসের গান ! নদীর কলতানে যে স্বরের ঝঙ্কার শোনা যায়, বনমন্মরে সঙ্গীতের যে মূৰ্চ্ছন জেগে ওঠে, সেই পাখীব গানের স্বরবষ্কার বিশ্ববাসীকে আজ কোন অজানা দেশের বাণী শুনিয়ে দিল । একটা জমাট কয়ীসব মতো মৃত্যু ধীরে ধীরে পাতায়ন পথ দিয়ে লেরিসে চলে গেল । রাজা বল্লেন, পার্থী, তুমি আমায় পাচিয়েছ। কি পুরস্কার চাও লল – পার্থী বলে, লা", তোমার যখন কোন কষ্ট হবে, আমি এমনি করে এসে আবার তোমায় আপাম করবে। একদিন তোমাপ চোখে আমি জল দেখেছি, সেই আমার শ্ৰেষ্ঠ পুরস্কার । রাজা বল্পে, তুমি আমার কাছেই থাকে । পার্থী বলে তা হয় ন৷ রাজা। লক্ষ লগ পীড়িত লোককে আমাধ সাধন দিতে হপ | অভাবের তাড়নায় যারা BBB S BBBS S gBBB CBBBB BBS কুটিল কচ ক্রীর ষড় ধঙ্গে পড়ে দেখানে সরলঙ্গদয় সাধুবান্তির। হা-হুতাশ করে, যেখানে হিংস দ্বগ প্রবল হয়ে স ৩ ও পমের রাজাকে স্ব-ধার করে দেয়gSgS B BBS BSBBS BSBSBDD DS DDS ক্ষুদেব ও যে পড় কাজ আছে, আমি মামাৰ ক্ষুদ্র শক্তি fদশে তা বোঝাবার চেষ্টা করে থাকি, রাজা ! তাই আমি তোমার কাছে থাকৃতে পারলে না । তবে যে সুখদু:পেশ কপ। কেউ তোমার বলে না, তাই আমি এসে তোমাস শোনাবে। কিন্তু তুমি কাউকে প্রকাশ করতে পারবে না একটি ছোট্ট পাখী এসে তোমায় সল গোপন কথা বলে দেয় । এত বলে পুল পল, ফুড,ৎ করে উডে বনে পালিয়ে 2| | এর খানিক বাদে রাজপুলীর দাস-দাসীরা যখন তাদের মৃত-বাজাকে দেখতে এলো- রাজা নিজে এগিয়ে গিলে সবাইকে হাসি-মুখে বল্লেন -"স্থ প্রভাত’ !