পাতা:শেষ প্রশ্ন.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ১২৬ অজিত কহিল, না-ও হ’তে পারে । না জেনে বলা যায় না । আগুবাবু বলিলেন, তা বটে ! কিন্তু আমার বিশ্বাস এ চাল শিবনাথের। আমাকে সে বড়ল্লোক বলে জানে। অজিত কহিল, এ খবর তো সবাই জানে। কমল নিজেও না জানে उ नश ! আপ্তবাবু বলিলেন, তাহলে তো ঢের বেশি অন্যায় স্বামীকে লুকোনো তো ভালো কাজ নয় । . ." অজিত চুপ করিয়া রহিল। আগুবাবু কহিতে লাগিলেন, স্বামীর অগোচরে, হয়ত বা তার মতের বিরুদ্ধে পরের কাছে টাকা ধার করতে যাওয়া স্ত্রীলোকের কতবড় অন্যায় বলো ত ? এ কিছুতে প্রশ্রয় দেওয়া চলেনা । অজিত কহিল, তিনি টাকা তো চাননি, শুধু জামিন হতে অনুরোধ করেছিলেন। .مے আশুবাবু বলিলেন, সে ঐ একই কথা । ক্ষণকাল মৌন থাকিয়া পুনশ্চ কহিলেন, আর ঐ আমাকে আত্মীয় পরিচয়ে লোকটাকে ছলনা করাই বা কিসের জন্ত ? সত্যিই তো আমি তার আত্মীয় নই। অজিত বলিল, তিনি হয়ত আপনাকে সত্যিই আত্মীয় মনে করেন। বোধহয় কাউকেই ছলনা করা তার স্বভাব নয় । না না, কথাটা ঠিক ও-ভাবে আমি বলিনি অজিত । এই কলিয়। তিনি নিজের কাছেই যেন জবাবদিহি করিলেন । সেই লোকটাকে হঠাৎ বোকের উপর বিদায় করা পৰ্য্যন্ত ‘মনের মধ্যে র্তাহার ভারি একটা মানি চলিতেছিল ; কহিলেন, সে আমাকে আত্মীয় বলেই যদি জানে, আর দু-পাচশো টাকার যদি দরকারই, পড়েছিল, সোজা নিজে এসে তো নিয়ে গেলেই হোত । * খামোক একটা বাইরের