পাতা:শেষ প্রশ্ন.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ১৬৮ কোথায় এ কথা কেহ জিজ্ঞাসা করিতেও সাহস করিলনা । নীলিমা শুধু তাহার হাতখানি হাতের মধ্যে লইয়া একটুখানি চাপ দিল। এবং পরক্ষণেই সে হরেন্দ্রকে নমস্কার করিয়া অজিতের পিছনে পিছনে ঘর হইতে বাহির হইয়া গেল ।

  • > a

মোটরে বসিয়া কমল আকাশের দিকে চাহিয়া অন্যমনস্ক হইয়াছিল, গাড়ী থামিতে ইতস্ততঃ দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিল, এ কোথায় এলেন আজি তুৱাবু, আমার বাসার পথ তো নয় ? অজিত উত্তর দিল, না, এ পথ নয় । নয় ? তা হলে ফিরতে হবে বোধ করি ? সে আপনি জানেন । আমাকে হুকুম করলেই ফিরবো। শুনিয়া কমল আশ্চৰ্য্য হইল। এই অদ্ভুত উত্তরের জন্য যতটা না হোক, তাহার কণ্ঠস্বরের অস্বাভাবিকতা তাহাকে বিচলিত করিল। ক্ষণকাল মেীন থাকিয়া সে আপনাকে দৃঢ় করিয়া হাসিয়া কহিল, পথ ভোলবার অনুরোধ তো আমি করিনি অজিতবাবু, যে সংশোধনের হুকুম আমাকেই দিতে হবে। ঠিক বায়গায় পৌছে দেবার দায়িত্ব আপনার—আমার কৰ্ত্তব্য শুধু আপনাকে বিশ্বাস করে থাকা । - কিন্তু দায়িত্ববোলুর ধারণায় যদি ভুল করে থাকি কমল ? • যদির ওপর তো বিচার চলে না অজিতবাবু। ভুলের সম্বন্ধে আগে নিঃসংশয় হই, তার পরে এর বিচার কোরব।